শিরোনাম
রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনা পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে  শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বড় চ্যালেঞ্জ

অধ্যাপক রেহমান সোবহান

করোনা পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি চেয়ারম্যান ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা বীমারও প্রস্তাব করেন। যেখানে মালিক, শ্রমিক, সরকার, ক্রেতা এবং উন্নয়ন অংশীদাররা অংশ নেবেন।

গতকাল অনলাইনে আয়োজিত সংলাপে এসব কথা বলেন অধ্যাপক রেহমান সোবহান। তিনি সিপিডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) এর যৌথ গবেষণা সংলাপে সভাপতির বক্তৃতা করেন। এতে আলোচক ছিলেন জাসদের সাধারণ সম্পাদক  শিরিন আখতার, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এনামুল হক, বিকেএমইএ প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। সূচনা বক্তব্য দেন সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তব্য দেন এমআইবি-এর প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ হাসিবুদ্দিন হাসিব, বিজিএমইএ’র পরিচালক মিরান আলী ও অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ। শিরীণ আখতার এমপি পোশাকশিল্পে নারী শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে বলেন, করোনাকালে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও পোশাকশিল্প আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপদকালীন সময়ের জন্য আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা সবার কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কী না তা পর্যবেক্ষণ করতে হবে। ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ছোট ব্যবসায়ীদের জন্য প্রণোদনার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে হবে। সদস্য নয়, এমন কারখানাগুলোকে অনতিবিলম্বে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত করার উদ্যোগ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর