সিরাজগঞ্জ শহরের মিরপুর কালাচান মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুই ছেলেমেয়েসহ অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) ও মেয়ে সোহাইবা (৬)। আহত অটোরিকশা চালক চাঁন মিয়া (২৫) পৌর এলাকার একডালা স্লুইচগেট এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছলে ট্রাক ও বাসের মাঝখানে পড়ে যায়।
এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যান। গুরুতর অবস্থায় মেয়ে সোহাইবা ও রিকশাচালক চাঁন মিয়াকে হাসপাতালে নেওয়া হলে মেয়েটি মারা যায়। তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো এবং বাসটি জব্দ করা হয়েছে।