প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনাভাইরাস নির্মূলে সরকার দেশব্যাপী গণটিকাদান শুরু করেছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত এই টিকার প্রযুক্তি পরীক্ষিত ও প্রমাণিত। তাই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয় কিংবা দুশ্চিন্তার কিছু নেই। নির্ভয়ে, নিশ্চিন্তে টিকা নিন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে করোনামুক্ত করুন। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সব টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। জ্বর, গায়ে ব্যথা, মাথাব্যথা, বমিবমি ভাব, গায়ে অ্যালার্জি ওঠা, টিকা দেওয়ার জায়গা হালকা ফুলে যেতে পারে। এটা সাময়িক, দু-তিন দিনেই টিকা গ্রহণকারী সুস্থ হয়ে যাবেন। বড় ধরনের পার্শ¦প্রতিক্রিয়া হওয়ার কারণ নেই। তাই ভয় না পেয়ে নিঃসংকোচে টিকা নিতে পারেন। এখন ৪০ বছর পার হলেই টিকা নিতে পারবেন এমন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। তাই টিকাকেন্দ্রগুলোতে বেড়েছে টিকাগ্রহীতার সংখ্যা। টিকা দিলেই যে আর কখনো করোনা হবে না, তা ভাবার কারণ নেই। তাই স্বাস্থ্যবিধি মানতে হবে। ১৮ বছরের কম বয়সী শিশুরা টিকা পাবে না। গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী, প্রচ অ্যালার্জির সমস্যা আছে এমন ব্যক্তিরা টিকা কর্মসূচির বাইরে থাকবে। বিভিন্ন কারণে শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ক্যান্সারের রোগী যারা কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি নিচ্ছেন তাদের আপাতত টিকা দেওয়া হবে না। সব মিলিয়ে প্রায় ৭ কোটি মানুষ টিকা পাবে না। তাই শিশু ও রোগীদের খেয়াল রাখতে সতর্ক থাকতে হবে। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, টিকা দিলেও তার কার্যকারিতা কতদিন থাকবে সে বিষয়ে এখনো গবেষণা হয়নি। তাই এই এন্টিবডি শরীরে কতদিন কার্যকর থাকবে তা চিন্তার বিষয়। এ জন্য বারবার হাত ধুতে হবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সতর্ক থাকলে সুস্থ থাকবেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা