রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সম্প্রতি আলজাজিরার বিতর্কিত তথ্যচিত্রের অন্যতম চরিত্র সায়ের জুলকারনাইন সামিসহ আটজনকে অব্যাহতি দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন সরদার আট আসামির অব্যাহতি চেয়ে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন। এ বিষয়ে পুলিশের অব্যাহতির সুপারিশ করা অন্যতম আসামি মিনহাজ মান্নান ইমনের আইনজীবী মো. শাহরিয়ার কবির বিপ্লব সাংবাদিকদের জানান, মিনহাজ মান্নান ইমনকে ঢাকার সিএমএম আদালত সোমবার জামিন দেয়। এর আগে গত বছরের ৬ জুন গ্রেফতার করা হয় ঢাকার শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসের কর্ণধার মিনহাজ মান্নান ইমনকে। পরে ঘটনা তদন্ত করে আট আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। নিয়মানুযায়ী মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। বুধবার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য আছে। আদালতসূত্র জানান, এ মামলার তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দুই আসামি আহম্মেদ কবির কিশোর ও মোস্তাক আহম্মেদকে কারাগার থেকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আসসামছ জগলুল হোসেন। পুলিশ যে আট আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়েছে তারা হলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের কর্ণধার মিনহাজ মান্নান ইমন, সুইডেনে অবস্থানরত সাংবাদিক তাসনিম খলিল, আলজাজিরার তথ্যচিত্রের অন্যতম চরিত্র সায়ের জুলকারনাইন ওরফে সামি, আসিফ ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ, সাহেদ আলম ও জার্মানিতে অবস্থানরত ব্লগার আসিফ মহিউদ্দিন। অভিযোগপত্রে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ‘আসামিরা পলাতক এবং তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় আপাতত তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রার্থনা করা হলো।’ এর আগে ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে র্যাব-৩-এর মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে গত বছরের ৬ মে রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাসূত্রে জানা গেছে, জাতির পিতা, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি এবং আপত্তিকর প্রচারণা ও করোনাভাইরাস নিয়ে অপপ্রচারসহ বিভিন্ন গুজব রটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের অন্যতম সায়ের জুলকারনাইন সামি। ‘উই আর বাংলাদেশি’ পেজ থেকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে অভিযুক্তদের ল্যাপটপ ও মোবাইল অনুসন্ধান করে ১১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পান গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে তাসনিম খলিল ও সামিসহ ওই ১১ জনের বিরুদ্ধে মামলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যেই কল্পিত ফিল্মটি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে প্রতারণা ও মিথ্যাচারে সিদ্ধহস্ত বিতর্কিতদের দিয়ে আলজাজিরার এ ফিল্ম তৈরির উদ্দেশ্য কারও বুঝতে আর বাকি নেই। তা দিনের আলোর মতোই পরিষ্কার।’
শিরোনাম
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাষ্ট্রবিরোধী প্রচারে মামলা
আলজাজিরার সেই সামিসহ আটজনকে অব্যাহতি দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর