বিগত আট বছরের মতো এবারও কংগ্রেসে মায়ের ভাষার জন্য বাঙালিদের অকৃপণভাবে রক্তদানের অবিস্মরণীয় ঘটনাবলির আলোকে ‘২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যুক্তরাষ্ট্রেও যথাযথ মর্যাদায় পালনের আহ্বানে কংগ্রেসওম্যান গ্রেস মেং একটি রেজুলেশন উপস্থাপন করেছেন। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্থাপিত এ রেজুলেশনে সারা বিশ্বে ৬ হাজার ভাষার মধ্যে ২ হাজার ২৭৯টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রেও ৩৮১টি ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। এসব ভাষাকে রক্ষার জন্যই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্রথমে ইউনেস্কো এবং ২০০২ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকেও দিনটি ভাবগম্ভীর পরিবেশে উদ্্যাপনের আহ্বান রয়েছে। নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে (কুইন্স, ফ্লাশিং) ২০১১ সাল থেকেই ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বিজয়ী হয়ে আসা গ্রেস মেং কংগ্রেশনাল বাংলাদেশ ককাসেরও প্রভাবশালী সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সোচ্চার। তবে ২১ ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় উদ্যাপনের এ রেজুলেশনের জন্য তাকে উদ্বুদ্ধ করেছে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের ঘটনা। তার নির্বাচনী এলাকার আশপাশেরও বহু ভাষা বিলুপ্তির আশঙ্কা থেকেও তিনি এ রেজুলেশনে উদ্বুদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, ‘আমার সৌভাগ্য যে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিদের বড় একটি সংখ্যা আমার নির্বাচনী এলাকায় বাস করছেন। তারা কঠোর পরিশ্রমী এবং তাদের সন্তানরাও অত্যন্ত মেধাবী হিসেবে বহুজাতিক এই দেশে নিজ নিজ অবস্থান সংহত করতে সক্ষম হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে নিউইয়র্কে গৃহীত কর্মসূচিতে অংশ নিই। এবারও ভার্চুয়ালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে থাকার ইচ্ছা রয়েছে।’
শিরোনাম
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
মার্কিন কংগ্রেসে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের অবিস্মরণীয় তথ্য
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর