বিগত আট বছরের মতো এবারও কংগ্রেসে মায়ের ভাষার জন্য বাঙালিদের অকৃপণভাবে রক্তদানের অবিস্মরণীয় ঘটনাবলির আলোকে ‘২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যুক্তরাষ্ট্রেও যথাযথ মর্যাদায় পালনের আহ্বানে কংগ্রেসওম্যান গ্রেস মেং একটি রেজুলেশন উপস্থাপন করেছেন। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্থাপিত এ রেজুলেশনে সারা বিশ্বে ৬ হাজার ভাষার মধ্যে ২ হাজার ২৭৯টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রেও ৩৮১টি ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। এসব ভাষাকে রক্ষার জন্যই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্রথমে ইউনেস্কো এবং ২০০২ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকেও দিনটি ভাবগম্ভীর পরিবেশে উদ্্যাপনের আহ্বান রয়েছে। নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে (কুইন্স, ফ্লাশিং) ২০১১ সাল থেকেই ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বিজয়ী হয়ে আসা গ্রেস মেং কংগ্রেশনাল বাংলাদেশ ককাসেরও প্রভাবশালী সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সোচ্চার। তবে ২১ ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় উদ্যাপনের এ রেজুলেশনের জন্য তাকে উদ্বুদ্ধ করেছে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের ঘটনা। তার নির্বাচনী এলাকার আশপাশেরও বহু ভাষা বিলুপ্তির আশঙ্কা থেকেও তিনি এ রেজুলেশনে উদ্বুদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, ‘আমার সৌভাগ্য যে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিদের বড় একটি সংখ্যা আমার নির্বাচনী এলাকায় বাস করছেন। তারা কঠোর পরিশ্রমী এবং তাদের সন্তানরাও অত্যন্ত মেধাবী হিসেবে বহুজাতিক এই দেশে নিজ নিজ অবস্থান সংহত করতে সক্ষম হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে নিউইয়র্কে গৃহীত কর্মসূচিতে অংশ নিই। এবারও ভার্চুয়ালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে থাকার ইচ্ছা রয়েছে।’
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল