বিগত আট বছরের মতো এবারও কংগ্রেসে মায়ের ভাষার জন্য বাঙালিদের অকৃপণভাবে রক্তদানের অবিস্মরণীয় ঘটনাবলির আলোকে ‘২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যুক্তরাষ্ট্রেও যথাযথ মর্যাদায় পালনের আহ্বানে কংগ্রেসওম্যান গ্রেস মেং একটি রেজুলেশন উপস্থাপন করেছেন। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্থাপিত এ রেজুলেশনে সারা বিশ্বে ৬ হাজার ভাষার মধ্যে ২ হাজার ২৭৯টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে তথ্য-উপাত্তের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রেও ৩৮১টি ভাষার মধ্যে ১৪৫টি বিলুপ্তির প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। এসব ভাষাকে রক্ষার জন্যই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্রথমে ইউনেস্কো এবং ২০০২ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকেও দিনটি ভাবগম্ভীর পরিবেশে উদ্্যাপনের আহ্বান রয়েছে। নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে (কুইন্স, ফ্লাশিং) ২০১১ সাল থেকেই ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বিজয়ী হয়ে আসা গ্রেস মেং কংগ্রেশনাল বাংলাদেশ ককাসেরও প্রভাবশালী সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সোচ্চার। তবে ২১ ফেব্রুয়ারিকে যথাযথ মর্যাদায় উদ্যাপনের এ রেজুলেশনের জন্য তাকে উদ্বুদ্ধ করেছে মাতৃভাষার জন্য বাঙালিদের রক্তদানের ঘটনা। তার নির্বাচনী এলাকার আশপাশেরও বহু ভাষা বিলুপ্তির আশঙ্কা থেকেও তিনি এ রেজুলেশনে উদ্বুদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে গ্রেস মেং বলেন, ‘আমার সৌভাগ্য যে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী বাংলাদেশিদের বড় একটি সংখ্যা আমার নির্বাচনী এলাকায় বাস করছেন। তারা কঠোর পরিশ্রমী এবং তাদের সন্তানরাও অত্যন্ত মেধাবী হিসেবে বহুজাতিক এই দেশে নিজ নিজ অবস্থান সংহত করতে সক্ষম হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি উদ্যাপনে নিউইয়র্কে গৃহীত কর্মসূচিতে অংশ নিই। এবারও ভার্চুয়ালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে থাকার ইচ্ছা রয়েছে।’
শিরোনাম
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর