বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আজ পবিত্র মাহে রমজান শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ পবিত্র মাহে রমজান শুরু

আজ শুরু হলো রহমত-বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। আহলান সাহলান মোবারক হো মাহে রমজান। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। বছর ঘুরে এবার মুসলিম উম্মাহর মাঝে মাহে রমজান এসেছে চলমান করোনা মহামারীর ভয়াবহ বিস্তার প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মাঝে। এ অবস্থায় পবিত্র কোরআন নাজিলের এ পবিত্র মাসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভির্যের পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধি মেনে পালনের আহ্বান জানিয়েছে সরকার। মাহে রমজান উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৈশ্বিক মহামারী করোনার এ সময়ে পবিত্র রমজান মাসে যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে ইবাদত-বন্দেগির জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে মহামারীতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে দেওয়া বাণীতে সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি। তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানান। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল রাতে জানানো হয়, ‘বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ ১৪ এপ্রিল থেকে পবিত্র রমজান গণনা শুরু হবে। আগামী ৯ মে রবিবার দিবাগত রাত পালিত হবে পবিত্র শবে কদর।’ গতকাল রাতেই এশার নামাজের সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে এবং ঘরে ঘরে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর ভোর রাতে সাহরি খেয়ে শুরু করেন রমজান মাসের কঠোর ব্রত সিয়াম সাধন অর্থাৎ রোজা। এবার দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময় পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করে রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে সর্বোচ্চ ২০ জন মুসল্লি নিয়ে তারাবির নামাজ আদায়ের নির্দেশনা জারি করা হয়েছে।

সর্বশেষ খবর