অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেছেন, গত বছরের লকডাউনের সময় যে সংকট ছিল এবারের সংকটটা তার চেয়েও গভীর। তখন মানুষের হাতে কিছুটা হলেও পয়সা ছিল। আর টানা প্রায় এক বছর ধরে কাজকর্ম অব্যাহতভাবে কমে যাওয়ায় মানুষের আয় কমে গেছে। মানুষের হাতে তেমন কোনো সঞ্চয়ও নেই। আগের বছর সঞ্চয় ভেঙে ফেলেছে। ফলে এ বছর নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের সংকট আরও বেড়েছে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি আগেও বলেছিলাম সাত দিনের হলেও তা হতে হবে কঠোর লকডাউন। কারফিউর মতো লকডাউন দিতে হবে। তবে তার আগে গরিব মানুষের খাবার নিশ্চিত করতে হবে। অন্যথায় লকডাউন দিয়ে শুধু অর্থনীতির ক্ষতিই হবে। গরিব মানুষের ভোগান্তি বাড়বে। এ সাত দিনের লকডাউনে হয়তো বড় কোনো উপকার হবে না। তবে সংক্রমণ কমানো যাবে। আর এখন সেটাই দরকার। একই সঙ্গে আমাদের স্বাস্থ্যবিধি শতভাগ মানতে হবে। সেখানে কোনো ঢিলেঢালাভাব দেখানো যাবে না। বইমেলা বন্ধ করতে হবে। অন্য যেসব উৎসব, খেলাধুলা সেগুলোও বন্ধ করতে হবে। গরিব মানুষের খাবার নিশ্চিত করতে হবে। যেসব কলকারখানা চালু থাকবে তার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। কিন্তু এবারের লকডাউনটাও অনেকটা ঢিলেঢালা। মানুষের মধ্যেও সচেতনতার অভাব। অথচ প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে। মৃত্যুও বাড়ছে। আমার মতে সংক্রমণ কমাতে হলে সকল প্রকার সভা-সমাবেশ, জনসমাগম বন্ধ করে কঠোর স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে। সংক্রমণ প্রতিরোধমূলক মাস্ক সাবান ইত্যাদি ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করতে হবে। এ-সংক্রান্ত প্রচার জোরদার করতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতায় গ্রামপর্যায় পর্যন্ত সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করতে হবে। সর্বোপরি স্বাস্থ্যবিধি মানা কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। ড. নাজনীন আহমেদ বলেন, অর্থনীতি ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারকে অনেক কঠোর হতে হবে। এতে কিছু মানুষের ভোগান্তি হবে। সেটা লাঘবের জন্যও সরকারকেই ব্যবস্থা নিতে হবে। চলমান এ লকডাউনের সময় দরিদ্র মানুষের খাবার নিশ্চিত করতে হবে। মানুষের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
গত বছরের চেয়ে এবারের সংকট আরও গভীর
-ড. নাজনীন আহমেদ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর