মাঠ প্রশাসন, পুলিশ ও চিকিৎসকসহ সব পক্ষকে শান্ত থাকা ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘পরিচয়পত্র’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের বাকবিতন্ডার ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হওয়া এবং তার পরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে গতকাল তিনি এ পরামর্শ দেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলিফ্যান্ট রোডে দুই পক্ষই অযাচিত আচরণ করেছে। পুলিশের আচরণও অযাচিত ছিল, চিকিৎসকের আচরণও অযাচিত ছিল। কোনো পক্ষই পরিশীলিত আচরণ করেনি। তবে অবশ্যই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কোনো ধরনের মনস্তাত্ত্বিক বিরোধের সুযোগ নেই। তিনি বলেন, সারা দেশে লকডাউন চলছে। হাজার হাজার চেকপোস্ট বসানো হয়েছে। লাখ লাখ মানুষ সেসব চেকপোস্ট দিয়ে পার হচ্ছে। কিন্তু হাতে গোনা কয়েকটি অযাচিত ঘটনা ঘটেছে। আমি মনে করি, এগুলোও হওয়া উচিত ছিল না। তারপরও দুর্ঘটনা ঘটে গেছে। তাই বলে এ ঘটনায় যে পুরো দেশে গোলমাল লেগে গেছে এটা কোনোভাবেই মনে করা ঠিক না। তিনি বলেন, পুলিশ ও চিকিৎসকদের দুই অ্যাসোসিয়েশন থেকেই তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেওয়া হয়েছে। তারা সেটা করতে পারে। তবে ভিডিও দেখে বলছি, ঘটনাস্থলে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে। পুলিশও বাড়াবাড়ি করেছে, ডাক্তারও বাড়াবাড়ি করেছেন। এখন দুই পক্ষেরই উচিত শান্ত থাকা এবং সংযত হওয়া।
শিরোনাম
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
মাঠ প্রশাসন চিকিৎসক সবারই শান্ত থাকা উচিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর