মাঠ প্রশাসন, পুলিশ ও চিকিৎসকসহ সব পক্ষকে শান্ত থাকা ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘পরিচয়পত্র’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের বাকবিতন্ডার ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হওয়া এবং তার পরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে গতকাল তিনি এ পরামর্শ দেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলিফ্যান্ট রোডে দুই পক্ষই অযাচিত আচরণ করেছে। পুলিশের আচরণও অযাচিত ছিল, চিকিৎসকের আচরণও অযাচিত ছিল। কোনো পক্ষই পরিশীলিত আচরণ করেনি। তবে অবশ্যই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কোনো ধরনের মনস্তাত্ত্বিক বিরোধের সুযোগ নেই। তিনি বলেন, সারা দেশে লকডাউন চলছে। হাজার হাজার চেকপোস্ট বসানো হয়েছে। লাখ লাখ মানুষ সেসব চেকপোস্ট দিয়ে পার হচ্ছে। কিন্তু হাতে গোনা কয়েকটি অযাচিত ঘটনা ঘটেছে। আমি মনে করি, এগুলোও হওয়া উচিত ছিল না। তারপরও দুর্ঘটনা ঘটে গেছে। তাই বলে এ ঘটনায় যে পুরো দেশে গোলমাল লেগে গেছে এটা কোনোভাবেই মনে করা ঠিক না। তিনি বলেন, পুলিশ ও চিকিৎসকদের দুই অ্যাসোসিয়েশন থেকেই তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেওয়া হয়েছে। তারা সেটা করতে পারে। তবে ভিডিও দেখে বলছি, ঘটনাস্থলে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে। পুলিশও বাড়াবাড়ি করেছে, ডাক্তারও বাড়াবাড়ি করেছেন। এখন দুই পক্ষেরই উচিত শান্ত থাকা এবং সংযত হওয়া।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
মাঠ প্রশাসন চিকিৎসক সবারই শান্ত থাকা উচিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর