মাঠ প্রশাসন, পুলিশ ও চিকিৎসকসহ সব পক্ষকে শান্ত থাকা ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘পরিচয়পত্র’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের বাকবিতন্ডার ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হওয়া এবং তার পরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে গতকাল তিনি এ পরামর্শ দেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলিফ্যান্ট রোডে দুই পক্ষই অযাচিত আচরণ করেছে। পুলিশের আচরণও অযাচিত ছিল, চিকিৎসকের আচরণও অযাচিত ছিল। কোনো পক্ষই পরিশীলিত আচরণ করেনি। তবে অবশ্যই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কোনো ধরনের মনস্তাত্ত্বিক বিরোধের সুযোগ নেই। তিনি বলেন, সারা দেশে লকডাউন চলছে। হাজার হাজার চেকপোস্ট বসানো হয়েছে। লাখ লাখ মানুষ সেসব চেকপোস্ট দিয়ে পার হচ্ছে। কিন্তু হাতে গোনা কয়েকটি অযাচিত ঘটনা ঘটেছে। আমি মনে করি, এগুলোও হওয়া উচিত ছিল না। তারপরও দুর্ঘটনা ঘটে গেছে। তাই বলে এ ঘটনায় যে পুরো দেশে গোলমাল লেগে গেছে এটা কোনোভাবেই মনে করা ঠিক না। তিনি বলেন, পুলিশ ও চিকিৎসকদের দুই অ্যাসোসিয়েশন থেকেই তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেওয়া হয়েছে। তারা সেটা করতে পারে। তবে ভিডিও দেখে বলছি, ঘটনাস্থলে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে। পুলিশও বাড়াবাড়ি করেছে, ডাক্তারও বাড়াবাড়ি করেছেন। এখন দুই পক্ষেরই উচিত শান্ত থাকা এবং সংযত হওয়া।
শিরোনাম
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে সেল কাউন্টার ও পোর্টেবল ইসিজি মেশিন হস্তান্তর
- রাইদা বাসের ধাক্কায় হাত ভাঙল নারী পুলিশ কনস্টেবলের
- ঘোষিত সময়ে নির্বাচন দিন অন্যথায় হাস্যাস্পদ হবেন : ফারুক
- চার দফা দাবিতে মেহেরপুরে পরিচ্ছন্ন কর্মীদের মানববন্ধন
- এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা
- আজ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ
- নারীবান্ধব বিচারবিভাগ প্রতিষ্ঠায় কাঠামোগত প্রতিবন্ধকতা বিদ্যমান : প্রধান বিচারপতি
- অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা
- রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা