শিরোনাম
বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাঠ প্রশাসন চিকিৎসক সবারই শান্ত থাকা উচিত

নিজস্ব প্রতিবেদক

মাঠ প্রশাসন চিকিৎসক সবারই শান্ত থাকা উচিত

আলী ইমাম মজুমদার

মাঠ প্রশাসন, পুলিশ ও চিকিৎসকসহ সব পক্ষকে শান্ত থাকা ও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। লকডাউনে রাজধানীর এলিফ্যান্ট রোডে ‘পরিচয়পত্র’ দেখানো নিয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের বাকবিতন্ডার ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হওয়া এবং তার পরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে গতকাল তিনি এ পরামর্শ দেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলিফ্যান্ট রোডে দুই পক্ষই অযাচিত আচরণ করেছে। পুলিশের আচরণও অযাচিত ছিল, চিকিৎসকের আচরণও অযাচিত ছিল। কোনো পক্ষই পরিশীলিত আচরণ করেনি। তবে অবশ্যই এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কোনো ধরনের মনস্তাত্ত্বিক বিরোধের সুযোগ নেই। তিনি বলেন, সারা দেশে লকডাউন চলছে। হাজার হাজার চেকপোস্ট বসানো হয়েছে। লাখ লাখ মানুষ সেসব চেকপোস্ট দিয়ে পার হচ্ছে। কিন্তু হাতে গোনা কয়েকটি অযাচিত ঘটনা ঘটেছে। আমি মনে করি, এগুলোও হওয়া উচিত ছিল না। তারপরও দুর্ঘটনা ঘটে গেছে। তাই বলে এ ঘটনায় যে পুরো দেশে গোলমাল লেগে গেছে এটা কোনোভাবেই মনে করা ঠিক না। তিনি বলেন, পুলিশ ও চিকিৎসকদের দুই অ্যাসোসিয়েশন থেকেই তাদের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দেওয়া হয়েছে। তারা সেটা করতে পারে। তবে ভিডিও দেখে বলছি, ঘটনাস্থলে দুই পক্ষই বাড়াবাড়ি করেছে। পুলিশও বাড়াবাড়ি করেছে, ডাক্তারও বাড়াবাড়ি করেছেন। এখন দুই পক্ষেরই উচিত শান্ত থাকা এবং সংযত হওয়া।

সর্বশেষ খবর