দরিদ্র জনগোষ্ঠীকে ১ বিলিয়ন ডলারের খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের ওপর ‘অত্যাচারের খড়গ’ কমান। চলমান সংকটে দেশের আড়াই কোটি দরিদ্র পরিবারের মধ্যে সরকারি তহবিল থেকে এই খাদ্য সরবরাহ করুন। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে নাগরিক প্রতীকী অবস্থান’ নামে এক কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কর্মসূচিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম থেকে সদ্য পদত্যাগী ড. রেজা কিবরিয়া, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপিকা দিলারা চৌধুরী, অধ্যাপিকা রেহনোমা আহমেদ, আলোকচিত্রী শহীদুল আলম, শহীদুল্লাহ কায়সার, শেখ রফিকুল ইসলাম বাবলু, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান, জাহাঙ্গীর আলম মিন্টু ও ব্যারিস্টার সাদিয়া আরমান, নারীর জন্য সুশাসনের নির্বাহী পরিচালক রুবি আমাতুল্লাহ, দিদারুল ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অবস্থা প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। সব ধরনের গবেষণা বলেছে যে বাংলাদেশ দরিদ্র পরিবারের সংখ্যা সোয়া ২ কোটি অতিক্রম করেছে। এই সোয়া দুই কোটি পরিবারের জন্য সরকার সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মানে হচ্ছে প্রতি পরিবারে সোয়া ৪ টাকা করে পাবে। এই পরিমাণের টাকা দিয়ে রমজান মাসে কী খেতে পারেন? এই জাতীয় মশকরা করছে আমাদের সরকার। কোনো চিন্তাভাবনা না করে আড়াই কোটি দরিদ্র পরিবারের মধ্যে এক বিলিয়ন ডলার খাদ্য সহায়তা দিন।