বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

আমলারা বিভ্রান্ত করছে সরকারকে

নিজস্ব প্রতিবেদক

আমলারা বিভ্রান্ত করছে সরকারকে

জাফরুল্লাহ চৌধুরী

করোনার কারণে সরকারের জারি করা বিধিনিষেধের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না। তিনি অন্ধকার ঘরে বিড়াল খুঁজে বেড়াচ্ছেন। আমলারা তাঁকে অন্ধ করে রেখেছেন। এ কারণে একের পর এক ভুল করে তিনি অন্যায় করছেন।’ গতকাল বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। তিনি বলেন, ঈদ এমন একটি বিষয় যখন সাধারণ মানুষ বছরে একবার বা দুবার তাদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে যায়। কারও কথা না ভেবে আমলাদের কথা শুনে প্রধানমন্ত্রী মানুষের বাড়ি যাওয়া নাকচ করেছেন। সেজন্য আন্তজেলা বাস বন্ধ করা হয়েছে। কিন্তু আমলাদের একাধিক গাড়ি এখানে চলেছে। চিন্তা ছাড়া যানবাহন বন্ধ করায় জনগণের অন্তত ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর দায়িত্ব কে নেবে? নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ করে যেসব ছাত্র জেলে গেছেন তাদের মুক্তিও দাবি করেন জাফরুল্লাহ চৌধুরী। ডাকসুর সাবেক ভিপি এবং ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নূর বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও রোজিনা ইসলামসহ গ্রেফতার সব সাংবাদিক এবং ছাত্র ও যুব নেতাদের মুক্তি দাবি করছি।’ যুব অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্‌বায়ক তারেক রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্‌বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব মঞ্জুর মোর্শেদ, শ্রমিক অধিকার পরিষদের আহ্‌বায়ক আবদুর রহমান, সদস্যসচিব মো. আরিফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর