শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে হেফাজতে ইসলামের নতুন নেতৃত্ব

আগামী সপ্তাহে কমিটি ঘোষণার পরিকল্পনা শফীপন্থিদের

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চ্যালেঞ্জের মুখে পড়েছে হেফাজতে ইসলামের সদ্যঘোষিত নতুন কমিটি। প্রয়াত আমির আল্লামা আহমদ শফীপন্থিদের কট্টর সমালোচনা, কমিটি ঘোষণার পরপর কয়েক নেতার পদ প্রত্যাখ্যান এবং গ্রেফতার এড়াতে অনুসারীদের উল্লেখযোগ্য অংশ পলাতকসহ নানান কারণে বিপর্যস্ত আল্লামা বাবুনগরীর হেফাজতে ইসলাম। এ ছাড়া আর চার দিন পর ১৭ জুন নতুন কমিটি ঘোষণা করবেন বলেও জানান শফীপন্থিরা। ফলে এমন পরিস্থিতিতে অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাবুনগরীর হেফাজতে ইসলাম।

তবে সদ্যঘোষিত কমিটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘কারও পদ প্রত্যাখ্যান কিংবা নতুন কমিটি করে হেফাজতে ইসলামে কোনো সংকট সৃষ্টি করা যাবে না। দেশের বিজ্ঞ আলেমদের নিয়েই বর্তমান কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে যারা পদ প্রত্যাখ্যান করেছেন তাদের স্থলে নতুন করে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

শফীপন্থি হিসেবে পরিচিত সাবেক যুগ্মমহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘দেশের আলেমসমাজ কথিত এ কমিটি বয়কট করছে। তাই প্রবীণ আলেমরা এ কমিটির পদ প্রত্যাখ্যান করেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আলেমরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মৃত্যুর আগে আল্লামা আহমদ শফীর অনুমোদন দেওয়া কমিটি সংস্কার করে শিগগির ঘোষণা হবে। সে কমিটিতে বিতর্কিত কর্মকান্ডে জড়িত ও আল্লামা আহমদ শফীর হত্যাকারীদের স্থান হবে না।’ জানা যায়, গত সপ্তাহে ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিসহ ‘খাস’ ও উপদেষ্টা কমিটি ঘোষণা করেন বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় নানান বিতর্ক। নানান কারণ দেখিয়ে পদ প্রত্যাখ্যান করেছেন নায়েবে আমির আবদুল কুদ্দুস, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, সহকারী মহাসচিব ও শফীপুত্র মাওলানা ইউসুফ মাদানি, সদস্য মাওলানা ফোরকানুল্লাহ খলিলসহ কয়েকজন। একই ভাবে পদ প্রত্যাখ্যানের ঘোষণার অপেক্ষায় রয়েছেন আরও কয়েকজন প্রবীণ আলেম। বিজ্ঞ আলেমদের পদ প্রত্যাখ্যানকে পুঁজি করে মাঠে নেমেছেন আল্লামা শফী অনুসারীরা। হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের নানান দিক তুলে ধরে প্রবীণ আলেমদের দলে টানার চেষ্টা করছেন তারা। ১৭ জুন ঢাকায় অনুষ্ঠেয় ‘আল্লামা আহমদ শফীর জীবন’ শীর্ষক আলোচনা সভায় কমিটি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে শফীপন্থিদের। নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের একাধিক নেতা বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জর মুখে রয়েছে বাবুনগরীর নেতৃত্ব। সদ্যঘোষিত কমিটি থেকে কয়েকজন আলেমের পদ প্রত্যাখ্যান, বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে শফীপন্থিদের প্রচারণা এবং নাশকতা মামলায় বাবুনগরীপন্থিদের আত্মগোপনের কারণে বলতে গেলে হেফাজতে ইসলাম বিপর্যস্ত। তাতেই বাবুনগরীর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর