আশ্রয়হীন, গৃহহীন বীরাঙ্গনা শীলা গুহ কাঁদালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় ধাপে উপকারভোগীদের কাছে ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে সিলেট জেলার একটি উপজেলায় উপকারভোগী বীরাঙ্গনা শীলা গুহের সঙ্গে কথা বলার সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘর পেয়ে আবেগে আপ্লুত শীলা গুহ বলেন, ‘যুদ্ধের সময়ও বুঝিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের দেখে রাখবেন। আমি ঘর পেয়ে খুবই খুশি। আগে ছিলাম রাস্তার ভিখারি। এখন আমি লাখপতি। বঙ্গবন্ধুকন্যার জন্যই এটা পেয়েছি। ভগবান তাকে দীর্ঘজীবী করুক।’ তিনি বলেন, ‘স্বর্গ থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আজ এই খুশির মুহূর্তটি দেখছেন, তাদের আত্মা শান্তিতে ভরে উঠছে।’ কান্নাজড়িত কণ্ঠে এই বীরাঙ্গনা বলেন, ‘আমি আপনার (প্রধানমন্ত্রী) জন্য এখনো একটি করে দুই টাকার বাতি জ্বালাই। আমি প্রতিদিন বাতি জ্বালাই কারণ আমার বোন যাতে সুখে থাকে, আমার বোনকে যেন করোনাভাইরাসে আক্রমণ করতে না পারে, আমার বোন যাতে হাজার বছর বাঁচে। সেই কামনা করি।’ গতকাল সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ও ৪৫৯টি উপজেলা এতে সংযুক্ত ছিল। কয়েকটি উপজেলায় যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বীরাঙ্গনা শীলা গুহ আরও বলেন, ‘আপনি আমাকে যে ঘর দিয়েছেন, সেই ঘরে একটিবার আসবেন। আমি আপনাকে সাতকড়া দিয়ে তরকারি রান্না করে খাওয়াব।’ এ সময় আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি খুব ভালো বক্তব্য রাখছেন। আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। বোন, আমি যদি সুযোগ পাই, নিশ্চয়ই আমি আসার চেষ্টা করব।’ গণভবন প্রান্তে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি একসঙ্গে এত মানুষকে বিনা মূল্যে বাড়িঘর দেওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন বলে অভিহিত করেন। বিভিন্ন দেশে ভূমিহীন, গৃহহীনদের ঘর-বাড়ি নির্মাণের জন্য সুদবিহীন ঋণ দেওয়ার নজির থাকলেও ভূমিহীন-গৃহহীনদের ডেকে তাদের বাড়ি-ঘর দেওয়ার নজির আর কোথাও নেই বলে অবহিত করেন তিনি।
শিরোনাম
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু