সোনিয়া আক্তার (ছদ্মনাম) বিউটি পারলারে চাকরি নিয়ে গেছেন ভারতের বেঙ্গালুরুতে। কিন্তু সাত দিন পরই ঢাকায় খবর আসে সোনিয়া ভীষণ অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার মা আর ছোট বোন দীপা (ছদ্মনাম) বেঙ্গালুরুতে যোগাযোগ ঠিকমতো করতে পারছেন না। সোনিয়ার মা নিজেই অসুস্থ হয়ে পড়েন। এমন এক পরিস্থিতিতে নদী নামে এক তরুণী সোনিয়াদের ঢাকার বাসায় হঠাৎ এসে হাজির। এই নদীর মাধ্যমেই সোনিয়া চাকরি নিয়ে যায় বেঙ্গালুরুতে। অসুস্থ সোনিয়ার সুচিকিৎসার জন্য রক্তের সম্পর্কের কাউকে কাছে থাকতে হবে। মা নিজেই যেতে চান বেঙ্গালুরু। কিন্তু নদী বাধা দেয়। ছোট বোন দীপাকে যেতে বলে তার সঙ্গে। বড় মেয়ের খোঁজে মা তার ছোট মেয়ে দীপাকে তুলে দেন নদীর হাতে। তবে নিরাপত্তার জন্য সোনিয়ার এক খালাও দীপার সফরসঙ্গী হন। তাদের দুজনকে যশোরের সেই চোরাইপথে সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। মাঝে বিজিবির হাতে ধরাও পড়েছিল তারা। বেঙ্গালুরুর একটি বাসায় অসংখ্য মেয়েকে দেখে প্রথমে কিছু বুঝতে পারেননি দীপা আর তার খালা। তারা সোনিয়াকে দেখতে হাসপাতালে যেতে উদগ্রীব। হাসপাতালে না নিয়ে দীপা আর তার খালাকে আলাদা করে যখন দুটি হোটেলে পাঠানো হলো, তখনই বুঝতে পারেন তারা পাচার হয়ে গেছেন। এর পরের ঘটনা মর্মান্তিক। যৌন নির্যাতনের শিকার দীপা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এক দিন হোটেলের জানালা ভেঙে পালান দীপা। পেছন ফিরে চাননি। বড় বোন সোনিয়া বা তার খালা কোথায় আছেন জানেন না দীপা। এই দীপা হাতিরঝিল থানায় মামলা করেছেন। বলেছেন তার পাচারের রোমহর্ষক কাহিনি। একই সঙ্গে পালিয়ে এসেছেন আরেক তরুণী। তিনিও একই থানায় মামলা করেছেন। হাতিরঝিল থানায় দায়ের করা মামলা দুটির নম্বর হলো ৩৮ ও ৩৯। ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গত শনিবার মামলা দুটি দায়ের হয়। দীপাদের বাসা ঢাকার যাত্রাবাড়ীর কাজলায়। চার বোন ও বাবা-মা ছয়জনের সংসার তাদের। অভাব অনটনের জন্য তারা লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। দীপার বড় বোন সোনিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নদী নামে এক তরুণীর। নদী তাকে বেঙ্গালুরুতে চাকরির প্রলোভন দেখায়। পারলারে নদী নিজেই ৩০ হাজার টাকা বেতনে চাকরি করে বলে জানায় সোনিয়াকে। সোনিয়া তার প্রস্তাবে রাজি হন। কিন্তু সোনিয়ার মা রাজি ছিলেন না। এরপরও অভাবের কারণে রাজি হন। দ্রুত না গেলে চাকরি পাবে না বলে বারবার নদী তাগাদা দেয় সোনিয়াকে। পাসপোর্ট ছাড়াই গত বছরের ২০ নভেম্বর বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন সোনিয়া। নদীর কথামতো বাসে চড়ে যশোর। সেখানে তাদের লোকজনের মাধ্যমে সীমান্তের ওপারে নেওয়া হয়। সেখান থেকে পথে পথে হাতবদল হতে হতে বেঙ্গালুরু পৌঁছে যান। দুই দিন যোগাযোগ হলেও পরে আর যোগাযোগ করতে পারেন না। এরপর নদীর মাধ্যমেই ছোট বোন দীপা আর তার খালা বেঙ্গালুরু গিয়ে হোটেলে যৌন ব্যবসা করতে বাধ্য হন। সেখানে তাদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। এক পর্যায়ে সন্তানসম্ভবা হয়ে পড়েন দীপা। সেখানেই কদিন পর দেখা হয় বড় বোন সোনিয়ার সঙ্গে। সোনিয়াকে চাকরির প্রলোভনে বেঙ্গালুরু নিয়ে যৌন ব্যবসায় নিয়োজিত করা হয়। তাতে করে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। দীপা এক সময় অসুস্থ অবস্থায় বেঙ্গালুরু থেকে পালান। গত ৫ জুন দীপা বাংলাদেশে এসে পৌঁছান। এদিকে আরেক তরুণী টিকটক হৃদয় বাবুর ফাঁদে পড়ে বেঙ্গালুরুতে গিয়ে নির্যাতনের শিকার হন। বেঙ্গালুরু থেকে দুই তরুণী একই কায়দায় পালিয়ে আসেন বাংলাদেশে। এদের একজন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
বেঙ্গালুরুতে বড় বোনের খোঁজে গিয়ে পাচার হয় ছোট বোনও
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর