সোনিয়া আক্তার (ছদ্মনাম) বিউটি পারলারে চাকরি নিয়ে গেছেন ভারতের বেঙ্গালুরুতে। কিন্তু সাত দিন পরই ঢাকায় খবর আসে সোনিয়া ভীষণ অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার মা আর ছোট বোন দীপা (ছদ্মনাম) বেঙ্গালুরুতে যোগাযোগ ঠিকমতো করতে পারছেন না। সোনিয়ার মা নিজেই অসুস্থ হয়ে পড়েন। এমন এক পরিস্থিতিতে নদী নামে এক তরুণী সোনিয়াদের ঢাকার বাসায় হঠাৎ এসে হাজির। এই নদীর মাধ্যমেই সোনিয়া চাকরি নিয়ে যায় বেঙ্গালুরুতে। অসুস্থ সোনিয়ার সুচিকিৎসার জন্য রক্তের সম্পর্কের কাউকে কাছে থাকতে হবে। মা নিজেই যেতে চান বেঙ্গালুরু। কিন্তু নদী বাধা দেয়। ছোট বোন দীপাকে যেতে বলে তার সঙ্গে। বড় মেয়ের খোঁজে মা তার ছোট মেয়ে দীপাকে তুলে দেন নদীর হাতে। তবে নিরাপত্তার জন্য সোনিয়ার এক খালাও দীপার সফরসঙ্গী হন। তাদের দুজনকে যশোরের সেই চোরাইপথে সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে। মাঝে বিজিবির হাতে ধরাও পড়েছিল তারা। বেঙ্গালুরুর একটি বাসায় অসংখ্য মেয়েকে দেখে প্রথমে কিছু বুঝতে পারেননি দীপা আর তার খালা। তারা সোনিয়াকে দেখতে হাসপাতালে যেতে উদগ্রীব। হাসপাতালে না নিয়ে দীপা আর তার খালাকে আলাদা করে যখন দুটি হোটেলে পাঠানো হলো, তখনই বুঝতে পারেন তারা পাচার হয়ে গেছেন। এর পরের ঘটনা মর্মান্তিক। যৌন নির্যাতনের শিকার দীপা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এক দিন হোটেলের জানালা ভেঙে পালান দীপা। পেছন ফিরে চাননি। বড় বোন সোনিয়া বা তার খালা কোথায় আছেন জানেন না দীপা। এই দীপা হাতিরঝিল থানায় মামলা করেছেন। বলেছেন তার পাচারের রোমহর্ষক কাহিনি। একই সঙ্গে পালিয়ে এসেছেন আরেক তরুণী। তিনিও একই থানায় মামলা করেছেন। হাতিরঝিল থানায় দায়ের করা মামলা দুটির নম্বর হলো ৩৮ ও ৩৯। ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গত শনিবার মামলা দুটি দায়ের হয়। দীপাদের বাসা ঢাকার যাত্রাবাড়ীর কাজলায়। চার বোন ও বাবা-মা ছয়জনের সংসার তাদের। অভাব অনটনের জন্য তারা লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। দীপার বড় বোন সোনিয়ার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নদী নামে এক তরুণীর। নদী তাকে বেঙ্গালুরুতে চাকরির প্রলোভন দেখায়। পারলারে নদী নিজেই ৩০ হাজার টাকা বেতনে চাকরি করে বলে জানায় সোনিয়াকে। সোনিয়া তার প্রস্তাবে রাজি হন। কিন্তু সোনিয়ার মা রাজি ছিলেন না। এরপরও অভাবের কারণে রাজি হন। দ্রুত না গেলে চাকরি পাবে না বলে বারবার নদী তাগাদা দেয় সোনিয়াকে। পাসপোর্ট ছাড়াই গত বছরের ২০ নভেম্বর বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন সোনিয়া। নদীর কথামতো বাসে চড়ে যশোর। সেখানে তাদের লোকজনের মাধ্যমে সীমান্তের ওপারে নেওয়া হয়। সেখান থেকে পথে পথে হাতবদল হতে হতে বেঙ্গালুরু পৌঁছে যান। দুই দিন যোগাযোগ হলেও পরে আর যোগাযোগ করতে পারেন না। এরপর নদীর মাধ্যমেই ছোট বোন দীপা আর তার খালা বেঙ্গালুরু গিয়ে হোটেলে যৌন ব্যবসা করতে বাধ্য হন। সেখানে তাদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। এক পর্যায়ে সন্তানসম্ভবা হয়ে পড়েন দীপা। সেখানেই কদিন পর দেখা হয় বড় বোন সোনিয়ার সঙ্গে। সোনিয়াকে চাকরির প্রলোভনে বেঙ্গালুরু নিয়ে যৌন ব্যবসায় নিয়োজিত করা হয়। তাতে করে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। দীপা এক সময় অসুস্থ অবস্থায় বেঙ্গালুরু থেকে পালান। গত ৫ জুন দীপা বাংলাদেশে এসে পৌঁছান। এদিকে আরেক তরুণী টিকটক হৃদয় বাবুর ফাঁদে পড়ে বেঙ্গালুরুতে গিয়ে নির্যাতনের শিকার হন। বেঙ্গালুরু থেকে দুই তরুণী একই কায়দায় পালিয়ে আসেন বাংলাদেশে। এদের একজন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
শিরোনাম
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা