শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

লাখ লাখ নয়, কোটি কোটি টিকা চাই

নিজস্ব প্রতিবেদক

লাখ লাখ নয়, কোটি কোটি টিকা চাই

করোনা টিকা প্রাপ্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লাখে লাখে টিকার হিসাব দেখালে হবে না, একেক মাসে কোটি কোটি টিকা আসার হিসাব আমরা দেখতে চাই। তাহলেই বাংলাদেশকে করোনার এই ভয়াল গ্রাস থেকে আমরা পরিত্রাণ করতে পারব, নিয়ন্ত্রণ করতে পারব। ২ লাখ, ৫-১০ লাখ উপহারের টিকায় কোনো লাভ হবে না।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের প্রতি আহ্‌বান জানাচ্ছি, টিকার ব্যাপারে রাখ-ঢাক না করে অতি দ্রুত কোটি কোটি ডোজ টিকা আমদানি করার ব্যবস্থা করেন। জনগণকে রক্ষার ব্যবস্থা করেন। এ দেশের মানুষের জীবন-জীবিকাকে রক্ষা করেন। তা না হলে আপনারা এ দেশের ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। করোনা প্রতিরোধ টিকা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ড. মোশাররফ হোসেন বলেন, সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে, যেসব দেশ ৭০/৮০ শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছে তারাই কিন্তু করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এর কোনো বিকল্প নেই। কিন্তু সরকার এ পর্যন্ত ৩ থেকে ৫ শতাংশ মানুষকে টিকা দিতে পারেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর