বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
তদন্ত প্রতিবেদন জমা

মগবাজারে বিস্ফোরণ জমে থাকা গ্যাসেই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে ‘রাখীনীড়’ ভবনে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে সেই গ্যাসের উৎস কী, সে বিষয়ে কোনো সংস্থাই নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এই ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন এখনো জমা না পড়লেও সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। এদিকে বিস্ফোরক পরিদফতরের তদন্ত প্রতিবেদনও জমা পড়েনি। তবে তারাও ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়ার কথা এরই মধ্যে জানিয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইটে তিনতলা ভবন রাখীনীড়ের নিচতলা ও দোতলা প্রচন্ড বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হয়। ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়। এতে রাস্তায় থাকা তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর