শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

লিটন সাকিব ম্যাজিকে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচের শুরুতে ব্যাট হাতে পারফরমার ছিলেন লিটন দাস। শেষ অর্ধ্বে বল হাতে পারফরমার সাকিব আল হাসান। টাইগারদের দুই ক্রিকেটারের চোখ ধাঁধানো পারফরম্যান্সে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের পর্বতসমান জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তামিম বাহিনী। আইসিসি সুপার লিগে ১০ ম্যাচে টাইগারদের এটা ৬ নম্বর জয়। বাংলাদেশকে সহজ জয় উপহার দিয়ে ১০২ রানের ইনিংস খেলা লিটন হয়েছেন ম্যাচ সেরা। সাকিব ঘূর্ণির মায়াজালে তুলে নিয়েছেন ৫ উইকেট। এখন তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ২১৩ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেট ২৭৪টি। তিনি পেছনে ফেলেছেন  টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দেশের সফল অধিনায়কের উইকেট ২১৮ ম্যাচে ২৬৯টি। দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল একই ভেন্যুতে। তিন নম্বরটি ২০ জুলাই।       

হারারের হার্ড ও বাউন্সি উইকেটে শুরু লড়াই করতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের। মুঝারাবানি, চাতারা, জঙ্গি, এনগারাভাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে একাই লড়াই করেছেন লিটন। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে টাইগাররা যখন পুরোপুরি কোণঠাসা, তখনই হিমালয়সম দৃঢ়তায় মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে দলকে টেনে নিয়ে যান লড়াইয়ের অবস্থানে। মাহমুদুল্লাহ ৩৩, আফিফ ৪৫ রান করেন। ম্যাচ সেরা লিটন ৮ ম্যাচ পর সেঞ্চুরির ইনিংস খেলেন। ১০২ রানের ইনিংসটি খেলেন ১১৪ বলে ৮ চারে। প্রথম ৫০ রান করেন ৭৮ বলে এবং দ্বিতীয় ৫০ ছিল মাত্র ৩২ বলে। ৪৫ ম্যাচ ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি এবং জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয়। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে সেঞ্চুরি রয়েছে তামিম ও সাকিবের। লিটনের সেঞ্চুরিতে ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৭৬ রান। ২৭৭ রানের টার্গেটে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে যায় ২৮.৫ ওভারে মাত্র ১২১ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন উইকেটরক্ষক রেগিস চাকাভা। সাকিব দুর্দান্ত বোলিং করে তুলে নেন ৫ উইকেট। যা জিম্বাবুয়ের বিপক্ষে তার সেরা বোলিং পারফরম্যান্স। তার স্পেল ৯.৫-৩-৩০-৫। তবে তার সেরা বোলিং বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১০-১-২৯-৫।

সর্বশেষ খবর