রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারকে কঠোর অবস্থান নিতে হবে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিশ্বব্যাংকের প্রস্তাবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ‘রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক’-এর প্রস্তাবে রোহিঙ্গাদের বাংলাদেশের মূলস্রোতে অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। এ প্রস্তাব কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। গতকাল  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

বিবৃতিতে আ স ম রব বলেন, বিশ্বব্যাংকের এ প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা প্রচ- ঝুঁকিতে পড়বে। এর ফলে এ অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রস্তাবের অর্থ হলো, উদ্বাস্তুদের সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। ভবিষ্যতে আরও বেশি উদ্বাস্তু গ্রহণের সক্ষমতা অর্জন করা এবং উদ্বাস্তুদের নিবন্ধনের আওতায় এনে সামাজিক পরিচয়পত্রও প্রদান করা। কিন্তু বিশ্বব্যাংকটি বাস্তুচ্যুতির মূল সংকট সমাধানে কার্যকর ভূমিকা না রেখে উদ্বাস্তুদের দায়দায়িত্ব আশ্রয়দানকারী দেশের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। এতে বাংলাদেশের  ক্ষেত্রে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা সংকটের সমাধানের একমাত্র পথ হচ্ছে তাদের নিজ ভূমিতে টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন।

বিশ্বব্যাংকের এ ধরনের পরামর্শের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে সোচ্চার ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর