রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতীয় উপহারের ৩০ অ্যাম্বুলেন্স এলো বাংলাদেশে

বেনাপোল ও কলকাতা প্রতিনিধি

ভারত থেকে উপহার হিসেবে পাঠানো ভেন্টিলেশন সুবিধার ৩০টি অ্যাম্বুলেন্স গতকাল সকালে বেনাপোল বন্দরে পৌঁছেছে। পরে এগুলো ঢাকার পথে যাওয়ার কথা।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করার সময় করোনা মহামারী মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স গতকাল বেনাপোল বন্দরে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে  ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের উপকমিশনার            মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলোর ছাড়পত্র নেয়। প্রসঙ্গত, দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুতের লক্ষ্যে সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে রংপুরের সুস্বাদু ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে গত মাসেই বাংলাদেশের করোনা আবহের মধ্যে অক্সিজেন পাঠিয়েছিল ভারত। এরপর এবার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত।  এ ব্যাপারে সকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমরা আশাবাদী দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে।  পেট্রাপোল স্থলবন্দরের কাস্টম ইন্সপেক্টর গোপাল দাস জানান, সৌজ্যনাতার নিদর্শন হিসেবেই প্রথম পর্যায়ে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর