বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ : জয়

নিজস্ব প্রতিবেদক

ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ : জয়

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আর নগদ অর্থে লেনদেন হবে না। ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে সোনালি ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিট্যান্স সেবা ‘ব্লেজ’ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান এতে যুক্ত ছিলেন। ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে হবে তা তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, সাধারণ মানুষ তাদের মোবাইল ফোনে টাকা পাবেন। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবেন তা-ও তারা মোবাইলে পেমেন্ট করে দেবেন। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের কাছ থেকে কেউ চুরি করে নিতে পারবে না। ক্যাশলেস সোসাইটি হলে দুর্নীতি নির্মূলেও তা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আজ বাংলাদেশের ৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা সম্পূর্ণ ক্যাশের (নগদ) ওপর নির্ভরশীল। তবে এ ক্যাশ টাকা তো চুরি হতে পারে। তাদের টাকা লুট হতে পারে, দুর্নীতির সুযোগ থাকে। আমরা যখন ক্যাশলেস সোসাইটিতে চলে যাব তখন দুর্নীতির সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তথ্যপ্রযুক্তির প্রসারে গত এক দশকে বদলে যাওয়া বাংলাদেশকে উপস্থাপন করে জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত করা। দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। দেশের মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করা।

সর্বশেষ খবর