শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশ নতুন উচ্চতায় ভারত চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

দেশ নতুন উচ্চতায় ভারত চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক

ড. এ কে এ মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, দেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা। তিনি নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৈনন্দিন কর্মসূচির ওপর প্রেস ব্রিফিং করেন। ড. মোমেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বগুণে আমাদের দেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের আসনে অধিষ্ঠিত। এই সম্মানটা কী পর্যায়ে তা ইঙ্গিত করতে গিয়ে ড. মোমেন বলেন, ‘জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের আগে আমরা ধরনা দিতাম; এখন উল্টো দেখছি। সবাই

বাংলাদেশের নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য কিংবা সাক্ষাতের জন্য অনুরোধ জানাচ্ছেন। এটা আমাদের জন্য যে কতটা গৌরব আর অহংকারের, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এভাবেই বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে বিশেষ এক মর্যাদার আসনে তুলে এনেছেন।’ ড. মোমেন বলেন. ‘বঙ্গবন্ধুর মতোই ‘কারও সঙ্গে শত্রুতা নয়-সকলের সাথে বন্ধুত্ব’ নীতিতে অবিচল আস্থাশীল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই ভারসাম্যপূর্ণ কূটনীতিতে বিশ্বাসী। আর এজন্যই ভারত ও চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণের স্বপ্ন পূরণ হয়- এমন সব পদক্ষেপকে শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এজন্যই ভারতের সঙ্গে সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে, পাশাপাশি চীনের সঙ্গেও অবিশ্বাস্যরকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের।’

তিনি বলেন. ‘যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন তথা প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অনেক কিছুর ঊর্ধ্বে।

তারা পরস্পরের চাওয়া-পাওয়া সম্পর্কে অবহিত এবং সবাই যে জনগণের জীবনমান উন্নয়নের কাজে আগ্রহী-তা নতুন করে বলার প্রয়োজন নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর