বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অধিকার আদায় করে নিতে হবে : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্‌বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুন্দরভাবে জীবিকা অর্জনের অধিকার আদায় করে নিতে হবে। করোনায় বিপর্যস্ত বাইক চালকসহ অন্যদের সরকারের পদত্যাগের আন্দোলন করতে বলছি না। আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন। গতকাল সকালে নাগরিক যুব ঐক্যের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সম্প্রতি রাজধানীতে নিজ মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া বাইকচালক প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

মান্না আরও বলেন, করোনাকালে মানুষকে সহায়তা করেনি সরকার। চাল, ডাল, তেল সবকিছুর এত দাম, অতিকষ্টে জীবনযাপন করছে মানুষ। দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তারা। এখন লাইব্রেরি খুলেছে, হল খোলেনি, সামনে হল খুলবে, বিশ্ববিদ্যালয়-কলেজ খুলবে না। এসবের কারণ কী? কিছু জায়গায় করোনা আছে, কিছু জায়গাই নেই; তাই কী? নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটি সদস্য আনিসুর রহমান খসরু, নাগরিক যুব ঐক্যের নেতা ডি এম শামীম, নাগরিক যুব ঐক্যের সাবেক সদস্যসচিব স্বপ্না আকতার, মহানগরী সংগঠক নূর মোশাররফ, নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক রাসেল আহমেদ ও অন্য নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর