শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু

সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার ডিফেন্সে বাংলাদেশের আক্রমণের একটি মুহূর্ত-বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে দেড় যুগের শিরোপা খরা ঘুচাতে মিশন শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। গতকাল মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মণের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল লাল-সবুজের জার্সিধারীরা।

পাঁচ দলের সাফ চ্যাম্পিয়নশিপ এবার রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটা ম্যাচই তাই গুরুত্বপূর্ণ। তবে অস্কার ব্রুজোনের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শুরু করা। এরপর তিনি বাকি ম্যাচ নিয়ে ভাবতে চেয়েছিলেন। স্প্যানিশ এ কোচের পরিকল্পনা সফল হলো। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়লেন জামাল ভূঁইয়ারা। গোলের ব্যবধান মাত্র ১-০ হলেও ম্যাচটা দারুণ খেলেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার গোলমুখে ২০ বার আক্রমণে গেছে বাংলাদেশ। এর মধ্যে চারবার অন টার্গেট শট নিয়েছে। বল পজিশনেও অনেকটা এগিয়ে ছিল বাংলাদেশ (৫৮-৪২)। অস্কার ব্রুজোনের কৌশল নিয়ে বেশ আলোচনা চলছিল টুর্নামেন্টের আগে। বসুন্ধরা কিংস থেকে ধার করা এ স্প্যানিশ কোচের কৌশল কতটা রপ্ত করতে পারলেন জামালরা! প্রথম ম্যাচের পর এ প্রশ্ন আসতেই পারে। গতকাল বল পজিশন ও নিখুঁত পাসিংয়ে উতরে গেছেন ব্রুজোনের শিষ্যরা। ৩৬৮টা পাস দিয়েছেন ম্যাচজুড়ে। এর মধ্যে প্রায় আশি শতাংশ পাস ছিল নিখুঁত। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে অভিষেকটা জয়ে রাঙালেন অস্কার। প্রথমার্ধ্বে রকিব হোসেন বাম দিক দিয়ে বেশ কয়েকবার দারুণ আক্রমণ করেছেন। ডি বক্সে পাস দিয়েছেন সুমন রেজাকে। তবে গোলের দেখা মিলছিল না। অবশেষে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন তপু বর্মণ। ম্যাচের ৫৪ মিনিটে ডি বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন শ্রীলঙ্কার ডাকসন পুসলাস। পেনাল্টি শট নিতে যান তপু বর্মণ। গোলরক্ষককে বোকা বানিয়ে বাম পাশের পোস্টে গোল করেন তিনি। গোলরক্ষক বলের গতিপথ বুঝতেই পারেননি। গোল করার পুরস্কার পান তপু। ম্যাচসেরা হন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সামনে এবার ভারত। সোমবার কঠিন এ ম্যাচ খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। এরপর ৭ অক্টোবর মালদ্বীপ এবং ১৩ অক্টোবর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় ফাইনালের পথে অনেকটাই এগিয়ে রইল লাল-সবুজের জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করতে হলে আরও অন্তত দুটা জয় প্রয়োজন। এ টুর্নামেন্টে সর্বশেষ ২০০৫ সালে ফাইনাল খেলেছে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর