বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
দেশবিরোধী প্রচারণা

কনক সরোয়ারের বোন রাকা আইসসহ আটক

নিজস্ব প্রতিবেদক

কনক সরোয়ারের বোন রাকা আইসসহ আটক

যুক্তরাষ্ট্রে বিতর্কিত সাংবাদিক ও উপস্থাপক ড. কনক সরোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটকের পর তাকে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটকের সময় তার কাছ থেকে ভয়ংকর মাদক আইস জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। র‌্যাব জানায়, ভার্চুয়াল প্ল্যাটফরম ব্যবহার করে একশ্রেণির মানুষ ভার্চুয়াল জগতে মিথ্যাচার, অপপ্রচার ও বিভান্তি ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনা করছে। র‌্যাব সেগুলো মনিটরিং করছে। সম্প্রতি এই চক্রের কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। চক্রের বিদেশি সদস্যরা দেশি এজেন্টদের যোগসাজশে এসব অপকর্ম করছে। এতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। র‌্যাবের গোয়েন্দা দফতর জানতে পারে ফেনীর বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসী নাসির উদ্দিন মজুমদারের স্ত্রী নুসরাত শাহরিন রাকা তাদের একজন। সোমবার মধ্যরাতে র‌্যাব তার উত্তরার বাসা থেকে রাকাকে গ্রেফতার করে। এ সময় রাষ্ট্রবিরোধী কনটেন্টসহ একটি মোবাইল ফোন, পাসপোর্ট ও আইস জব্দ করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে, গ্রেফতারকৃত রাকা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিমূলক তথ্য ছড়ানোর পাশাপাশি উসকানিমূলক প্রচারণার মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত ও অপপ্রচারকারীদের অন্যতম দেশদ্রোহী কনক সরোয়ার তার ভাই। এই রাষ্ট্রবিরোধী কার্যক্রমে গ্রেফতারকৃত ও তার সমমনা বিদেশে অবস্থানরতদের বিভিন্ন রকম সহযোগিতা করে যাচ্ছিলেন। একুশে টিভির সাবেক সাংবাদিক কনক সরোয়ার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি হয়ে জেল খাটেন। পরে জামিন পেয়ে বিদেশে পালিয়ে যান। ড. কনক সরোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। দেশে বেশ কয়েক বছর কারাবন্দী ছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি একজন বিএনপি নেতার কাছ থেকে অর্থ নিয়ে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ভিডিও বানানোর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর