রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ধর্ষণের সালিশি সমাধান মোটেই বৈধ নয়

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের সালিশি সমাধান মোটেই বৈধ নয়

বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদেরও শাস্তির আওতায় আনতে হবে। অনেক ক্ষেত্রেই ধর্ষকের সঙ্গে ধর্ষিতাকে বিয়ে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এটি সমর্থনযোগ্য নয়। তবে ছেলে ও মেয়ের সম্পর্কের মাধ্যমে কোনো মেয়ে গর্ভবতী হলে তাদের বিয়ের ব্যাপারটি ভিন্ন বিবেচনায় দেখা যেতে পারে। ধর্ষণের সালিশি সমাধান মোটেই বৈধ নয়। এটি একটি ক্রিমিনাল অফেন্স। বিচারকরা যদি মনে করেন তাহলে বিশেষ প্রেক্ষাপটে ১৮ বছরের নিচের কন্যাশিশুকে বাবা-মার সম্মতিতে বিয়ে দেওয়া যেতে পারে। বাল্যবিয়ে নিরোধ আইনটি যথোপযুক্ত। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, এনডিসি এসব কথা বলেন। ‘করোনায় বাল্যবিয়ে বৃদ্ধির কারণ’ নিয়ে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে এক ছায়া সংসদে গতকাল এফডিসিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গমেজ ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি।

সর্বশেষ খবর