বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রতিদিনই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধপত্র দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে। শরীরের বেড়ে যাওয়া তাপমাত্রা কমেছে এবং ডায়াবেটিকও স্বাভাবিক রয়েছে। তবে কভিড-১৯ পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এদিকে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে এসেছেন। রাত ১১টা থেকে প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন তিনি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য- আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন দিন ধরে জাতীয়তাবাদী কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হচ্ছে। গতকালও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর