বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রতিদিনই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধপত্র দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে। শরীরের বেড়ে যাওয়া তাপমাত্রা কমেছে এবং ডায়াবেটিকও স্বাভাবিক রয়েছে। তবে কভিড-১৯ পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এদিকে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে এসেছেন। রাত ১১টা থেকে প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন তিনি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য- আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন দিন ধরে জাতীয়তাবাদী কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হচ্ছে। গতকালও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শিরোনাম
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি