বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রতিদিনই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধপত্র দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে। শরীরের বেড়ে যাওয়া তাপমাত্রা কমেছে এবং ডায়াবেটিকও স্বাভাবিক রয়েছে। তবে কভিড-১৯ পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এদিকে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে এসেছেন। রাত ১১টা থেকে প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন তিনি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য- আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন দিন ধরে জাতীয়তাবাদী কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হচ্ছে। গতকালও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর