বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা না করার কারণে পুরনো অসুখগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রতিদিনই বোর্ডের সদস্যরা বসে আলোচনা করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধপত্র দিচ্ছেন। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল রয়েছে। শরীরের বেড়ে যাওয়া তাপমাত্রা কমেছে এবং ডায়াবেটিকও স্বাভাবিক রয়েছে। তবে কভিড-১৯ পরবর্তী জটিলতা ছাড়াও আর্থ্রাইটিস, কিডনি, লিভার, দাঁত ও চোখের নানা ধরনের রোগে ভুগছেন তিনি। এদিকে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে এসেছেন। রাত ১১টা থেকে প্রায় ৪০ মিনিট দলীয় চেয়ারপারসনের কেবিনে অবস্থান করেন তিনি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য- আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কভিড-১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। বিশ্বের উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসা হওয়া দরকার। তাঁকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। কিন্তু সরকার তাঁকে বিদেশে চিকিৎসা করাতেও দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তিন দিন ধরে জাতীয়তাবাদী কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হচ্ছে। গতকালও নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর