বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

২০২২ সালেও এসএসসি পরীক্ষা হচ্ছে না ফেব্রুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেবে। আগামী ১৪ নভেম্বর সারা দেশের ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথাসময়ে এ পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাও ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব হবে না বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, গত বছর ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এ বছর টেস্ট পরীক্ষা গ্রহণ করা হয়নি। টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হলে হয়তো কিছু শিক্ষার্থী বাদ যেত। এ ছাড়া বিদেশের ৯টি কেন্দ্রে ৪২৯ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। পূর্ব ঘোষণা অনুযায়ী, এ বছর সংশোধিত ও পুনর্বিন্যস্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। কমিয়ে আনা হয়েছে পরীক্ষার সময় ও নম্বরও। পরীক্ষার হলে কমপক্ষে ৩ ফুট দূরত্ব নিশ্চিত করা হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে, তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কোনো সমস্যা হবে না। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে এই ফল প্রকাশ করবে সরকার। এসএসসি পরীক্ষা চলাকালীন আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। ডা. দীপু মনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কেউ প্রবেশ করলে তার নাম, রোল, বিলম্ব হওয়ার কারণ শিক্ষা বোর্ডে জানানো হবে কেন্দ্রের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর