শিরোনাম
শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় টানা ৭৫ দিন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তাঁর অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো থাকলেও বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।

সর্বশেষ খবর