বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নতুন মাত্রায় সহিংসতা

ইউপিতে ষষ্ঠ ধাপের ভোটের তফসিল শনিবার

নিজস্ব প্রতিবেদক

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সংঘাত-সংঘর্ষ চলছেই। গতকাল ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন-পরবর্তী আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। নীলফামারীর সৈয়দপুরে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে সহিংসতার মধ্যেই ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তারিখ নির্ধারণে শনিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকে শেষে ওই ধাপের ভোটের তফসিল ঘোষণা হতে পারে। গতকাল নির্বাচন কমিশন এ-সংক্রান্ত সভার নোটিস জারি করেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসির ৯২তম বৈঠক বেলা সাড়ে ১১টায় হবে। প্রধান নির্বাচন কমিশনার এ বৈঠকে সভাপতিত্ব করবেন। সভা শেষে ষষ্ঠ ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এ ধাপের ভোট হবে। বৈঠকে ভোটের দিন নির্ধারণ করবে কমিশন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আলম মোল্লা ও সাবেক সদস্য বাবর আলীর সমর্থকদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এলাকাবাসীসূত্রে জানা যায়, ২৮ নভেম্বর ভাঙ্গায় ভোট হয়। এতে আলম মোল্লা নির্বাচিত হন। পরাজিত হন সাবেক সদস্য বাবর আলী। আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিল। সম্প্রতি আলম মোল্লার পক্ষের কয়েক ব্যক্তি বাবর আলীর পক্ষে যোগ দেন। এ নিয়ে দুই পক্ষে কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছিল। গতকাল সকাল ৭টার দিকে তারা ঢাল, সড়কি, ইট, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জুয়েল চৌধুরী (আনারস প্রতীক) হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দিয়েছে বলেছেন, তারা (হিন্দু সম্প্রদায়ের) নৌকা মার্কায় ভোট দিলে তাদের এ দেশে থাকতে হবে না, ভারতে চলে যেতে হবে। এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। ২৬ ডিসেম্বর এ ইউপিতে ভোট। অভিযোগ বিষয়ে জানতে জুয়েল চৌধুরীর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। খাতামধুপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার প্রকৌশলী এম এম আলী রেজা বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের মৌখিকভাবে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারা কথা দিয়েছেন আর এ ধরনের কোনো কাজ করবেন না। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ অবস্থায় রবিবার রাতে ওই ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ লগি-বৈঠা জব্দ করে উলিপুর থানা পুলিশ। বিষয়টি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উদ্বেগ, উত্তেজনা সৃষ্টি হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জহুরুল ইসলাম ভুট্টোকে নৌকা মার্কার প্রার্থী সোহরাব হোসেনের সমর্থকরা অপহরণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। শেখ ভুট্টোকে অপহরণের চেষ্টা করা হয়েছে মর্মে ইতিমধ্যে মুঠোফোনে অভিযোগ পেয়েছি। রাতেই ঘটনাস্থলে পুলিশি পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীসহ চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর কলাপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এক সমর্থক ও এক ইউপি সদস্যকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চতুর্থ ধাপে দিনাজপুরের খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন দুই ভাই লড়াইয়ে নেমে নজর কেড়েছেন। একই পরিবার থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়স্বজনসহ পাড়া-পড়শিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর