বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দু-এক দিন পরপরই রক্তক্ষরণ খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

মাঝে-মধ্যেই হঠাৎ করে অবনতি হচ্ছে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার। দু-এক দিন পরপরই পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ শুরুর সঙ্গে সঙ্গেই স্যালাইনের সঙ্গে ইনজেকশন দিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। তবে আলাদা কোনো অক্সিজেন লাগছে না তাঁর।

চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়াকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। কয়েক দিন আগেও সকালে ও বিকালে দুবার করে মেডিকেল বোর্ড বৈঠক করত। বর্তমানে রাতেও বসছে মেডিকেল বোর্ড। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনা করে প্রতিদিনই ওষুধপত্র দিচ্ছেন। তারা বলেছেন, চলমান এ চিকিৎসায় তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। বরং যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন তারা।  বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি চেয়ারপারসনের শরীরের প্যারামিটারগুলো নিচের দিকে নেমে যাচ্ছে, আবার সেগুলো উপরে ওঠানোর চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। দু-এক দিন পরপরই তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। কয়েক দিন ধরেই কমে যাচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা। রক্ত কিংবা ওষুধপত্র দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে। হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষেত্রে অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না তাকে। এতে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ আরও বেড়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান চিকিৎসায় তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো সুযোগ নেই। বরং তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর