বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাউন্সিলররা এগিয়ে প্রচার-প্রচারণায়

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় চলছে ভোট উৎসব। ১৬ জানুয়ারি নাসিকের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ নিলেও প্রধান বিরোধী দল বিএনপি মাঠে নেই। সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। মেয়র পদে এই দুই প্রার্থীর প্রচার-প্রচারণার পাশাপাশি এগিয়ে রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।  সরেজমিন ঘুরে দেখা গেছে, নির্বাচনে প্রচার-প্রচারণায় মেয়র প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন কাউন্সিলর প্রার্থীরা। এবার নির্বাচনে নাসিকের ২৭টি ওয়ার্ডে ১৮১ জন কাউন্সিলর প্রার্থী নানা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা

করছেন। যে যার প্রতীকের গান বানিয়েও তা মাইক বাজিয়ে প্রচার করছেন। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পাড়া-মহল্লার অলিগলির আনাচে কানাচে। তাই ব্যস্ততম এ শহরের সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। গতকাল সিদ্ধিরগঞ্জ গিয়ে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওমর ফারুক ফুলের ঝুড়ি প্রতীকে, লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান ও ঘুড়ি প্রতীকে আবদুর রহিমের এলাকায় চলছে প্রচারণার প্রতিযোগিতা। তাদের কর্মী-সমর্থকরা ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে উল্লাস করছে। কেউ কেউ গান তৈরি করে মাইক বাজিয়ে স্ব স্ব প্রতীকের প্রচারণা করছেন। কে কার চেয়ে বেশি পোস্টার লাগাতে পারে- এ নিয়ে চলছে প্রতিযোগিতা। একই থানার ৪ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী  আরিফুর রহমান ও  ৬ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের প্রচারণায় মাইকের শব্দে মানুষের কান তালা লেগে যাচ্ছে। প্রচারণা করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করে ৪ নম্বর কাউন্সিলর গুনেছেন ২৫ হাজার টাকা জরিমানা। এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম, খন্দকার খোরশেদ ও শাহ ফয়েজউল্লার মধ্যে চলছে প্রচারণার তুমুল প্রতিযোগিতা। গান, বাদ্য-বাজনা, নাচানাচি, উল্লাস ও উৎসবমুখর পরিবেশে ওই ওয়ার্ডে যেন ঈদের আমেজ। মূলত কাউন্সিলর প্রার্থীদের এই প্রচারণায় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ ব্যাডমিন্টন প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর রুহুল আমিন করাত প্রতীক নিয়ে, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ঘুড়ি ও মহসিন ভূইয়া লাটিম প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ১০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইফতেখার আলম খোকন ব্যাডমিন্টন প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি ঝুড়ি প্রতীক নিয়ে সিরাজ খান ও ঘুড়ি প্রতীক নিয়ে লিয়াকত আলীও প্রচারণা চালাচ্ছেন। সিদ্ধিরগঞ্জের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার দীনা ও মনোয়ারা বেগমের মতো সব কাউন্সিলর প্রার্থী তাদের মতো করেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

সর্বশেষ খবর