মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
আসক-এর প্রতিবেদন

যৌন হয়রানির শিকার হয়ে ৮১ শিশুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০২১ সালে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে ৮১ শিশু। গতকাল আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে আসক জানায়, আত্মহত্যা করা শিশুদের মধ্যে আটজনের বয়স সাত থেকে ১২ বছর। এর মধ্যে ৬৬ শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকিদের বয়স সুনির্দিষ্টভাবে জানা না গেলেও তা ১৮ বছরের কম। তবে মামলা হয়েছে মাত্র ১৯ জনের মৃত্যুর ঘটনায়। দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৫৯৫ জন শিশু মারা গেছে। এসব ঘটনায় মোট ২৩৫টি মামলা হয়েছে। নিহত শিশুদের মধ্যে ৩১ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ১১২ শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনে মারা গেছে ১২৭ জন শিশু। আসকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত শিশুদের মধ্যে ১৭ জনকে অ্যাসিড ছুড়ে হত্যা করা হয়। নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১২৪ শিশুর মরদেহ।

সর্বশেষ খবর