বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চবিতে গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার বগিভিত্তিক দুটি উপগ্রুপের নেতা-কর্মীদের মধ্যে গভীর রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। রাত ১টা পর্যন্ত উভয় পক্ষের নেতা-কর্মীরা শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। আহতদের চবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীসূত্রে জানা যায়, চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের বগিভিত্তিক দুটি সংগঠনের বিজয় গ্রুপের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের নেতা-কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের ১৩ জন আহত হন।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম গতকাল বলেন, ‘রাতে ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা সবাইকে হলে ঢুকিয়ে দিয়েছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।’

 

সর্বশেষ খবর