শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
স্থায়ী কমিটির জরুরি বৈঠক

বৃহত্তর রাজনৈতিক ঐক্য চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে মাঠের রাজনীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে রাজপথের কর্মসূচির বদলে ঘরোয়া ও ভার্চুয়াল সভা/ সংলাপের ওপর জোর দিয়েছে দলটি। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর একটি রাজনৈতিক ঐক্য গঠন করতে চায় বিএনপি। এসব বিষয়ে গতকাল রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সমমনা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে বিশদ আলোচনা  হয় বলে জানা যায়। রাত ৯টায় শুরু হয় স্থায়ী কমিটির এ বৈঠক। স্থায়ী কমিটির এক সদস্য জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামা সম্ভব নয়। এ অবস্থায় সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি কার্যক্রম গুছিয়ে রাখতে চায় বিএনপি। এর অংশ হিসেবে বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীকে সেই বৃহৎ জোটে রাখা না রাখা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। জানা যায়, বৈঠকের আলোচনায় একাধিক সদস্যের মতে করোনা সংক্রমণ বাড়লেও সরকারের জারি করা বিধিনিষেধ দেখে মনে হচ্ছে, বিএনপির রাজনৈতিক কর্মসূচি থামিয়ে দিতেই এ ধরনের বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। কাজেই কোনো অবস্থায়ই বিএনপির কর্মসূচি থামিয়ে দেওয়া উচিত হবে না। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত নানা কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক সক্ষমতাও এর মধ্যে যাচাই করা সম্ভব হয়েছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঙাভাব তৈরি হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করতেও তারা ভয় পায়নি। এ চাঙা ভাবটা ধরে রাখতে হবে। এ লক্ষ্যে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনকে সফল করতে বৃহৎ ঐক্য গঠন প্রক্রিয়া পুরোদমে চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে করোনার এই বিধিনিষেধের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়টি সম্পন্ন করারও পরামর্শ দেন স্থায়ী কমিটির সদস্যরা।

জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতকে নিয়ে দেশের বাম রাজনৈতিক দলগুলো তাদের আপত্তির কথা বিভিন্ন সময়ে জানিয়েছে। প্রতিবেশীসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোও জামায়াত বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এ অবস্থায় দলের স্থায়ী কমিটির সর্বশেষ ভার্চুয়াল বৈঠকেও জাতীয় বৃহৎ ঐক্য গঠন ও জামায়াতের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে জামায়াত নিয়ে গতকালের বৈঠকে পরিষ্কার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানা গেছে। গত রাতের জরুরি বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ অংশ নেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর