টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ বিভাগের ‘ভুল’ মামলায় এক রাত কারাভোগের পর জামিন পেয়েছেন দিনমজুর সুনীল কোচ (৩৯)। গতকাল দুপুরে ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালত তাকে জামিন দিয়েছেন। অ্যাডভোকেট মাহমুদা আক্তার মুন্নি ও সুনীলের স্ত্রী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ভোর রাতে সুনীল কোচকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠায় পুলিশ। তিনি উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের ছেলে। এ ?ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের মে মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনীল কোচের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। ওই অভিযোগে বিদ্যুৎ গ্রাহক অনীলের নামে মামলা করতে গিয়ে তারই ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে মামলা করে বিদ্যুৎ বিভাগ। অথচ ওই সময় সুনীলের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগই ছিল না। ওই বছরের ২০ সেপ্টেম্বর সুনীলকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। ওই সময় কয়েকদিন পরই মুক্তি পান সুনীল।
সুনীলের সহোদর অনীল কোচ (৪৩) জানান, আমার ভাইয়ের নামে মামলা হওয়ায় আমি যতটা কষ্ট পেয়েছি আমার নামে মামলা হলেও ততটা কষ্ট পেতাম না। আমার ভাইয়ের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর, দিনমজুর সুনীলের বিরুদ্ধে করা মামলায় তার মৌলিক অধিকার ও মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।