১৯৭১ সালের মার্চ। আমি তখন ‘ল’তে ভর্তি হয়েছি। এ ছাড়া সেগুনবাগিচায় মিউজিক কলেজে পড়ি। সেখানেই হোস্টেলে থাকতাম। বারীন মজুমদার কলেজটির প্রিন্সিপাল। বাপ্পা মজুমদারের বাবা। বারীন-ইলা মজুমদারের পরিবার কলেজের দোতলায় থাকতেন। ২৫ মার্চ রাতে ভয়াবহ গোলাগুলি শুরু হলো। আমরা লাইট বন্ধ করে মিউজিক কলেজের ছাদে গেলাম। পাক হানাদাররা মিউজিক কলেজের গেটে কয়েকটি লাথি দিয়ে প্রেস ক্লাবের দিকে চলে গেল। ভোর হতেই আমরা সেগুনবাগিচা ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট কালু চাচার বাসায় গেলাম। ২৬ তারিখ সারা দিন কারফিউ। ২৭ তারিখ ২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল হলে বন্ধু আনুকে নিয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জগন্নাথ হলে গিয়ে দেখলাম মাটিচাপা দিয়ে রাখা হয়েছে লাশ। কারও হাত বেরিয়ে আছে। কারও পা। কারও চুল। সদরঘাটে গিয়ে দেখি শত শত লাশ। কোনোটি নদীতে, কোনোটি পন্টুনে। লাশের ওপর লাশ। হাজারো মানুষ তখন মরিয়া হয়ে ঢাকা ছাড়ছে। আমরা গেন্ডারিয়া, লালবাগ হয়ে ৩০ মার্চ জিনজিরায় আশ্রয় নিলাম। সঙ্গে বারীন মজুমদারের পরিবার। পরিকল্পনা ছিল ভারত যাব। ১ এপ্রিল সকালে পাক হানাদার বাহিনী জিনজিরা আক্রমণ করে বসে। বাপ্পা মজুমদার তখন ইলা বউদির গর্ভে। আমি আর আনু তাঁকে দুই পাশ থেকে ধরে ছোটার চেষ্টা করছি। পালাতে গিয়ে হারিয়ে যায় বারীন দার নয় বছরের মেয়ে মিতু। বারীনদা মেয়ের অপেক্ষায় সেখানেই থেকে গেলেন। আনু আর আমি ফিরলাম ঢাকায়। যুদ্ধে যাব। গাজী দস্তগীর, ফতেহ আলী, পুলু, সিরাজ, আনু, বকুল, সাঈদসহ ১১ জন একত্র হয়ে আগরতলা গেলাম। প্রশিক্ষণ নিলাম। ২ নম্বর সেক্টরের নেতৃত্বে তখন খালেদ মোশাররফ। জুনে খালেদ মোশাররফ আমাদের মধ্য থেকে বেছে বেছে ১২ জন করে চারটি দল করলেন। বললেন, ৭, ৮, ৯ জুন পাকিস্তানের একটা বড় টিম আসবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠবে। পাকিস্তানি সামরিক জান্তা ঢাকায় সবকিছু স্বাভাবিক দেখানোর জন্য সেখানে আন্তর্জাতিক সাহায্য সংস্থার এক সম্মেলনের আয়োজন করেছে। সেখানে প্রিন্স সদর উদ্দিন আগা খানসহ বিশ্বব্যাংকের প্রতিনিধি, বিদেশি সাংবাদিকরা থাকবেন। হোটেলে হামলা চালানো কঠিন হবে। ঢাকার আশপাশে বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধ পরিস্থিতি ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতি তাদের জানান দিতে হবে। আমরা ভাবলাম, আশপাশে কেন, ইন্টারকন্টিনেন্টালেই বোমা ফাটাব। ৬ তারিখ বিকালে হোটেল রেকি করে এলাম। কিন্তু অপারেশনের পর পালাতে গাড়ি দরকার। পাকিস্তান টেলিভিশনের (বর্তমান বিটিভি) চিফ ক্যামেরাম্যান বাদলের সহযোগিতায় টেলিভিশনের একটি গাড়ি ছিনতাই করলাম। গাড়ি নিয়ে আমরা যখন ইন্টারকন্টিনেন্টালে গেলাম কাকতালীয়ভাবে তখনই বিদেশি প্রতিনিধি দলটিকে নিয়ে পাকিস্তানের কয়েকজন জেনারেল ঢাকা শহর ঘুরে এসে হোটেলে নেমেছেন। আমরা দুটি গ্রেনেড ছুড়ে দিলাম তাদের দিকে। দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। আরও দুটি ছুড়ে দিয়েই গাড়িতে উঠে দিলাম টান। যেতে যেতেই শুনলাম দ্রিম দ্রিম করে চারটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ। এরপর চলে আসি আলমের বাসায়। আলম, জিয়া, আনু আর আমি। আলমের বাবা দৌড়ে এসে বললেন, ‘কারা যেন ইন্টারকন্টিনেন্টালে বোমা মেরেছে। বিদেশি যারা এসেছিল সবাই মারা গেছে। বিবিসি, ভয়েস অব আমেরিকা, দূরদর্শন- সবাই খবরে বলছে।’ ৮ জুন সারা বিশ্ব জেনে যায় বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশে গেরিলা যুদ্ধ চলছে। লেখক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী। অনুলেখক : শামীম আহমেদ।
শিরোনাম
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
- সংবাদ সম্মেলনে যেসব বিষয় এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব
- পাকিস্তানের হামলার আশঙ্কায় পাঞ্জাবে ব্ল্যাকআউটের নির্দেশ
- আবদুল হামিদের দেশত্যাগ: একজন প্রত্যাহার, দু’জন বরখাস্ত
হামলা চালাতে টেলিভিশনের গাড়ি ছিনতাই
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম