মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা
ফেসবুক স্ট্যাটাস নিয়ে তিন খুন

চারজনের রিমান্ড শুনানি ২০ ও ২২ মার্চ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক নারীর ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলো-নরসিংদী জেলার মনোহরদী থানার  কোচেরচর গ্রামের মোস্তফার ছেলে বেলায়েত হোসেন (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে শেখ সাহেদ (১৬), একই উপজেলার দৌলতপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মো. ফয়সাল (১৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া গ্রামের রিপনের ছেলে মারুফ (১৫)। এরা সবাই দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম জানান, কাপাসিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার চারজনকে গতকাল গাজীপুরের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ফয়সাল (১৮) ও বেলায়েত হোসেনকে (২৪) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ফারুকের আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার ওই দুজনের রিমান্ড শুনানির তারিখ আগামী ২০ মার্চ ধার্য করেন। এদিকে প্রাপ্ত বয়স না হওয়ায় অপর গ্রেফতার মারুফ (১৫) ও শেখ শাহেদকে (১৬)  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী’র আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের রিমান্ড শুনানির তারিখ আগামী ২২ মার্চ ধার্য করেন।

সর্বশেষ খবর