বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
ফেসবুকে কথা কাটাকাটি ও পোস্ট

বাগেরহাটে বাড়িঘরে হামলা গ্রেফতার ১৮

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে ধর্ম নিয়ে এক যুবকের ফেসবুকে কটূক্তিকর পোস্টকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সহিংসতার অভিযোগে পুলিশ জামায়াত ও যুবলীগের দুজনসহ ১৮ জনকে গ্রেফতার করেছে। কৌশিক বিশ্বাস (২৩) নামে এক যুবক ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় সোমবার রাতে ক্ষুব্ধ জনতা মিছিল করে ওই যুবকের বাড়ি ভাঙচুর ও খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক ঘটনাস্থলে যান। রাত ১০টায় কৌশিক বিশ্বাসকে আটক করে মোরেলগঞ্জ থানা পুলিশ। কৌশিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। অষ্টম শ্রেণির স্কুলছাত্র কৌশিক বিশ্বাস আমুরবুনিয়া গ্রামের রমণী বিশ্বাসের ছেলে। এদিকে, বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার মামলায় পুলিশ ভিডিও ফুটেজ দেখে গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত ও যুবলীগের দুই সমর্থকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। গতকাল বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, কৌশিক বিশ্বাস তার ফেসবুক পেজে ইসলাম ধর্ম নিয়ে কয়েকটি আপত্তিকর পোস্ট এবং কমেন্ট করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ৯টার দিকে কৌশিকে বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল বের করে।

এক পর্যায়ে মিছিলকারীরা তার বাড়িঘর ভাঙচুর করে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে। পুলিশ রাত ১০টার দিকে একটি চিংড়ি ঘের থেকে পোস্টদাতা যুবককে আটক করে। মোরেলগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তিকর পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর ও খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে আমুরবুনিয়া মসজিদ কমিটিন সাধারণ সম্পাদক জামায়াতে ইসলামীর সমর্থক নুরুজ্জামান হাওলাদার (৩৮) ও যুবলীগের সমর্থক উজ্জ্বল খানের (৩৫) নেতৃত্বে আড়াই থেকে ৩০০ লোক ঝটিকা মিছিল করে কৌশিক বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পারিবারিক মন্দিরের দরজা ও বারান্দার টিনের চালার ক্ষতি সাধন করে। তবে, ওই মন্দিরের ভিতরে কোনো প্রতিমা ছিল না। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিন বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী কৌশিক বিশ্বাস সেদেশে রাজমিস্ত্রির কাজ করত। সে বিজেপির সমর্থক। কৌশিক বিশ্বাস ভারতে থাকা কালে গত বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ায় আইসিটি মামলায় গ্রেফতার হয়ে ২৮ দিন ওই দেশের কারাগারে আটক ছিল।

সর্বশেষ খবর