মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মেধাবী ছাত্রদের ঘরে অস্ত্র নিয়ে কারা থাকে

নিজস্ব প্রতিবেদক

মেধাবী ছাত্রদের ঘরে অস্ত্র নিয়ে কারা থাকে

‘ঢাকার বাইরে থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করা সবচেয়ে মেধাবী ছাত্ররাই ঢাকা কলেজের হোস্টেলে থাকত। সেসব ঘরে এখন অস্ত্রশস্ত্র নিয়ে কারা থাকে চিন্তা করলে গা হিম হয়ে আসে।’ নিজের ফেসবুক পোস্টে গতকাল আক্ষেপ করে কথাগুলো লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির খ্যাতনামা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি ১৯৬০-এর দশকে এ কলেজের শিক্ষার্থী ছিলেন। সেই স্মৃতি তুলে ধরেন এ পোস্টে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে তার এ পোস্ট। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর স্মৃতির এ প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ‘কিছুদিন ধরে কেন যেন মন টানছিল আমার ছাত্রজীবনের অনেক সুখস্মৃতি জড়িত ঢাকা কলেজের নর্থ হোস্টেল একবার ঘুরে আসব। কলেজে পড়ার দুই বছর ১৯৬৩-৬৫ সালে হোস্টেলের যে ঘরটিতে একটানা থেকেছিলাম, দোতলার সেই ২১৬ নম্বর ঘরটিতে এখন কারা থাকে, কীভাবে থাকে, জানতে ইচ্ছা হচ্ছিল। ভেবেছিলাম তাদের সঙ্গে বসে একটু স্মৃতিচারণা করে আসব। কিন্তু তা বোধহয় আর হলো না।’

কারণ, ঢাকার বাহির থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করা সবচেয়ে মেধাবী ছাত্ররাই ঢাকা কলেজের হোস্টেলে থাকত। সেসব ঘরে এখন অস্ত্রশস্ত্র নিয়ে কারা থাকে চিন্তা করলে গা হিম হয়ে আসে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর