ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মা সেতারা হালিমের লাশ পুলিশ গতকাল সকালে উদ্ধার করেছে। পুলিশ ও স্বজনদের ধারণা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেতারা বেগম পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী মরহুম প্রফেসর আবদুল হালিম হাওলাদার ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা হালিমের মেয়ে সালাম আরজু বলেন, বাড়ির দোতলায় তাঁর মা একা বাস করতেন। সর্বশেষ রবিবার রাতে মায়ের সঙ্গে তাঁর কথা হয়। সোমবার সকালে রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন মিস্ত্রি বাড়িতে এসে দরজায় ডাকাকাকির পর কোনো সাড়া না পেয়ে নিচের তলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা। তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী ছুটে আসেন। তার মায়ের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার বলেন, সেতারা হালিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিশদ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। সাংবাদিক আমির খসরু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন আশা করি। আশা করব অন্যান্য ঘটনার মতো এ ঘটনাটিও হারিয়ে যাবে না।
শিরোনাম
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
সাংবাদিক আমীর খসরুর মায়ের লাশ উদ্ধার
পুলিশের ধারণা হত্যা
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর