ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মা সেতারা হালিমের লাশ পুলিশ গতকাল সকালে উদ্ধার করেছে। পুলিশ ও স্বজনদের ধারণা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেতারা বেগম পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী মরহুম প্রফেসর আবদুল হালিম হাওলাদার ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা হালিমের মেয়ে সালাম আরজু বলেন, বাড়ির দোতলায় তাঁর মা একা বাস করতেন। সর্বশেষ রবিবার রাতে মায়ের সঙ্গে তাঁর কথা হয়। সোমবার সকালে রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন মিস্ত্রি বাড়িতে এসে দরজায় ডাকাকাকির পর কোনো সাড়া না পেয়ে নিচের তলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা। তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী ছুটে আসেন। তার মায়ের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার বলেন, সেতারা হালিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিশদ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। সাংবাদিক আমির খসরু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন আশা করি। আশা করব অন্যান্য ঘটনার মতো এ ঘটনাটিও হারিয়ে যাবে না।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
সাংবাদিক আমীর খসরুর মায়ের লাশ উদ্ধার
পুলিশের ধারণা হত্যা
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর