ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মা সেতারা হালিমের লাশ পুলিশ গতকাল সকালে উদ্ধার করেছে। পুলিশ ও স্বজনদের ধারণা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেতারা বেগম পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী মরহুম প্রফেসর আবদুল হালিম হাওলাদার ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা হালিমের মেয়ে সালাম আরজু বলেন, বাড়ির দোতলায় তাঁর মা একা বাস করতেন। সর্বশেষ রবিবার রাতে মায়ের সঙ্গে তাঁর কথা হয়। সোমবার সকালে রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন মিস্ত্রি বাড়িতে এসে দরজায় ডাকাকাকির পর কোনো সাড়া না পেয়ে নিচের তলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা। তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী ছুটে আসেন। তার মায়ের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার বলেন, সেতারা হালিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিশদ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। সাংবাদিক আমির খসরু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন আশা করি। আশা করব অন্যান্য ঘটনার মতো এ ঘটনাটিও হারিয়ে যাবে না।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
সাংবাদিক আমীর খসরুর মায়ের লাশ উদ্ধার
পুলিশের ধারণা হত্যা
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর