ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মা সেতারা হালিমের লাশ পুলিশ গতকাল সকালে উদ্ধার করেছে। পুলিশ ও স্বজনদের ধারণা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেতারা বেগম পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী মরহুম প্রফেসর আবদুল হালিম হাওলাদার ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা হালিমের মেয়ে সালাম আরজু বলেন, বাড়ির দোতলায় তাঁর মা একা বাস করতেন। সর্বশেষ রবিবার রাতে মায়ের সঙ্গে তাঁর কথা হয়। সোমবার সকালে রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন মিস্ত্রি বাড়িতে এসে দরজায় ডাকাকাকির পর কোনো সাড়া না পেয়ে নিচের তলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা। তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী ছুটে আসেন। তার মায়ের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার বলেন, সেতারা হালিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিশদ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। সাংবাদিক আমির খসরু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন আশা করি। আশা করব অন্যান্য ঘটনার মতো এ ঘটনাটিও হারিয়ে যাবে না।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী