ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুর মা সেতারা হালিমের লাশ পুলিশ গতকাল সকালে উদ্ধার করেছে। পুলিশ ও স্বজনদের ধারণা তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেতারা বেগম পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকায় নিজ বাড়িতে বাস করতেন। তাঁর স্বামী মরহুম প্রফেসর আবদুল হালিম হাওলাদার ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ। লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা হালিমের মেয়ে সালাম আরজু বলেন, বাড়ির দোতলায় তাঁর মা একা বাস করতেন। সর্বশেষ রবিবার রাতে মায়ের সঙ্গে তাঁর কথা হয়। সোমবার সকালে রং করার জন্য আবদুল কুদ্দুস নামের একজন মিস্ত্রি বাড়িতে এসে দরজায় ডাকাকাকির পর কোনো সাড়া না পেয়ে নিচের তলায় ভাড়াটিয়াকে বিষয়টি জানান। ভাড়াটিয়া ও রং মিস্ত্রি পেছনের দরজা দিয়ে ডাকতে গিয়ে দেখেন দরজা খোলা। তখন তারা ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সেতারা হালিম মেঝেতে পড়ে আছেন। এ সময় তাদের বাড়ির ভাড়াটিয়া তাকে ফোন দিয়ে জানালে তিনি ও তার স্বামী ছুটে আসেন। তার মায়ের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে আছে দেখতে পান। তখন তারা পুলিশে খবর দেন। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. স্বগত হালদার বলেন, সেতারা হালিমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। বিশদ তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা সমীচীন হবে না। সাংবাদিক আমির খসরু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন আশা করি। আশা করব অন্যান্য ঘটনার মতো এ ঘটনাটিও হারিয়ে যাবে না।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক