৪১ বলে ৫ উইকেটের পতন! স্কোর বোর্ডে লেখা ২৪ রান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন। শঙ্কা জেগেছে পঞ্চাশের নিচে অলআউটের! আত্মবিশ্বাসে তখন ফুটছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। কোণঠাসা টাইগাররা। দিনশেষে চিত্রটা অবশ্য এমন আর থাকেনি। মুশফিকুর রহিম ও লিটন দাস সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে খেলার প্রথম দিনের চিত্রটাই পাল্টে দিয়েছেন। ইতিহাস গড়েছেন। দুজনে তিন অঙ্কের জাদুকরি ইনিংস খেলে দলকে দিয়েছেন শক্ত ভিত। গড়েছেন ষষ্ঠ উইকেট জুটিতে নতুন রেকর্ড। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ উইকেট জুটিতে দুইশ’র(২৫৩*) উপর রানের জুটি গড়েছেন। আগের রেকর্ড ১৯১ রানের। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিক জুটি। জুটির হিসাবে এটা যেমন টাইগারদের রেকর্ড, তেমনই ২৫ রানের নিচে ৫ উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ার পর সর্বোচ্চ রানেরও বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সালে গলে ১৮ রানে ৬ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যখন পুরোপুরি বিধ্বস্ত, তখন সপ্তম উইকেট জুটিতে এনক্রুমা বোনার ও জশুয়া দ্য সিলভা ১০০ রান যোগ করেছিলেন। ধ্বংসস্তূপে দাঁড়ানো টাইগারদের জন্য আশীর্বাদ হয়ে ব্যাটিং করা মুশফিক ও লিটনের ২৫৩ রান আবার ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড! সেটা ৫০ রানের নিচে ৫ উইকেট হারানোর পর। আগের রেকর্ড ছিল দুই লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমল ও ধনাঞ্জয়া ডি সিলভার ২১১ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড ইংল্যান্ডের বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ৩৯৯, কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৬ সালে। একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলছে মুমিনুল বাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমেই লঙ্কান দুই পেসারের সুইং, গতি ও বাউন্সে নাজেহাল হয়ে পড়ে টাইগার ব্যাটাররা। ৬.৫ ওভার বা ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান চট্টগ্রাম টেস্টে ১৬২ রানের ভিত দেওয়া দুই ওপেনার মাহামুদুল হাসান জয়, তামিম ইকবাল, অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এরমধ্যে শূন্য রানে আউট হয়েছেন জয়, তামিম ও সাকিব। অথচ মাত্র ১৯ রান করলেই মুশফিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজারি ক্লাবের সদস্য হতেন তামিম। ২৪ রানে প্রথম ৫ ব্যাটারকে হারানোর পর মুশফিক জুটি গড়েন ছন্দে থাকা লিটনের সঙ্গে। দুজনে ধীরে ধীরে দিনের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৭৮.১ ওভারে যোগ করেন ২৫৩ রান। এরমধ্যে মুশফিক ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে অপরাজিত রয়েছেন ১১৫ রানে। ২৫২ বলের ইনিংসটিতে রয়েছে ১৩টি চার। চট্টগ্রাম টেস্টেও ১০৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। লিটনের দুর্ভাগ্য ছিল চট্টগ্রাম টেস্টে। ৮৮ রানে আউট হয়েছিলেন। গতকাল ১৩৫ রানে অপরাজিত থাকেন ২২১ বলে ১৬ চার ও এক ছক্কায়। ক্যারিয়ারে এটা লিটনের তৃতীয় সেঞ্চুরি। চলতি বছরে দ্বিতীয়। নিউজিল্যান্ড সফরে সেঞ্চুরির ইনিংস ছিল ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ