বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি

প্রতিদিন ডেস্ক

বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে ‘বিশ্ব আমাদের যৌথ ইতিহাসের একটি অন্ধকার সময় পাড়ি দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর নেতাদের তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। বাইডেন বলেন, ইউক্রেনে যুদ্ধ এখন বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুর মিলিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ইউক্রেনে আক্রমণের মতো ঘটনা এশিয়ায় হওয়া উচিত হবে না। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম এশিয়া সফরে এসে টোকিওতে বৈঠকে বাইডেন জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বসেন।

সর্বশেষ খবর