শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

বন্যায় এক দিনে আরও ২৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বন্যায় এক দিনেই আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাদে সবাই সিলেটের। এ নিয়ে এবারে বন্যাকবলিত এলাকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮-এ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যাবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অধিদফতর জানায়, নতুন মৃতের মধ্যে সিলেট বিভাগেই রয়েছেন ২৩ জন। আরেকজন রংপুর বিভাগের। সিলেট বিভাগের মধ্যে আবার সুনামগঞ্জেই ২১ জন। বাকি দুজন সিলেট ও হবিগঞ্জের। এর আগে ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত মোট ৬৮ জনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮, রংপুর বিভাগে চার ও সিলেট বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে এক, মৌলভীবাজারে তিন, ময়মনসিংহে পাঁচ, নেত্রকোনায় পাঁচ, জামালপুরে পাঁচ, শেরপুরে তিন, কুড়িগ্রামে তিন ও লালমনিরহাটে একজন রয়েছেন। এ ছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন। গত এক দিনে আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন। মোট আক্রান্তের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৮৯৫ জন।

সর্বশেষ খবর