মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

রাজনীতিবিদরা তাকিয়ে থাকেন আমলাদের দিকে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিবিদরা তাকিয়ে থাকেন আমলাদের দিকে

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সমাজ সংস্কারে রাজনৈতিক দলগুলোর কোনো আয়োজন করতে দেখি না। তারা তাকিয়ে থাকেন আমলাদের দিকে। রাজনীতিবিদরা আমলাতন্ত্রের ওপর নির্ভর করে থাকেন। আমি মনে করি, সমাজের সব শ্রেণির লোকদের স্বতঃস্ফূর্তভাবে শিশু ও যুবকদের বিকাশে ভূমিকা রাখা উচিত। রাজনৈতিক দলগুলোর সংস্কারমূলক কাজেও অংশ নিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাজেটে শিশুর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ জরুরি’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক ও আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে আরও ছিলেন শবনম জাহান শিলা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

 

সর্বশেষ খবর