শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

শেয়ার ধরে রাখলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না

আলী রিয়াজ

শেয়ার ধরে রাখলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না

আবু আহমেদ

অধ্যাপক আবু আহমেদ বলেছেন, ‘শেয়ারবাজারে সবাইকে বিনিয়োগকারী হতে হবে। সবাই যদি জুয়া খেলতে চায় তাহলে শেয়ারবাজারে মুনাফা করা যাবে না। আমি অনুরোধ করি সবাইকে, আপনারা বিনিয়োগকারী হোন। শেয়ারবাজার এখনো বিনিয়োগের জন্য আস্থার জায়গা। টানা দরপতন হলেও শেয়ার ধরে রাখলে দীর্ঘমেয়াদে লোকসান হবে না। যারা বিনিয়োগ করতে আসবেন তারা অবশ্যই এখান থেকে ভালো মুনাফা পাবেন।’

বাংলাদেশ প্রতিদিনকে আবু আহমেদ বলেন, ‘কয়েকদিন ধরে যে দরপতন হচ্ছে তা অর্থনীতির অনিশ্চয়তার কারণে। অনেকে মনে করছে ডিজেলচালিত পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্য    বাড়বে। এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে ভীতি তৈরি হয়েছে। সে ভীতির কারণে শেয়ারবাজারে টানা দরপতন হচ্ছে। তবে এটা কোনো আতঙ্কিত হওয়ার মতো ঘটনা নয়। এটা সাময়িক। দীর্ঘমেয়াদে লোকসান কারও হবে না, যদি শেয়ার ধরে রাখে। এখন শেয়ার ধরে রাখার সময়।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখছি প্রতিদিন শেয়ারের দর কমছে। এটা কারেকশন হচ্ছে। এক দিনের কারেকশন তিন-চার দিনে হচ্ছে; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২ শতাংশের যে ক্যাপ দিয়ে রেখেছে তার কারণে। এখন ২ শতাংশের বেশি দর কমতে পারবে না। এটা না থাকলে এক দিনের ওভার প্রাইসের কোম্পানিগুলোর দর কারেকশন হয়ে যেত। এখন হতে তিন-চার দিন লাগছে। এ সীমা ৫ থেকে ১০ শতাংশ করা উচিত।’ আবু আহমেদ বলেন, ‘বাজারে বর্তমানে আইসিবির কোনো ভূমিকা আছে কি না জানা নেই। তাদের ভূমিকা থাকলেও এত বেশি সমস্যা হতো না। তাদের ভূমিকা রাখা উচিত, প্রাতিষ্ঠানিক সহায়তা দরকার। সে বিষয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকগুলোর হাতে প্রচুর অর্থ আছে। তা বাজারে বিনিয়োগ আকারে নিয়ে আসা উচিত। গ্রামীণফোনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। বাজারে গ্রামীণফোনের বড় ভূমিকা আছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর