শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

সংলাপে যাবে না জেএসডি

নিজস্ব প্রতিবেদক

সংলাপে যাবে না জেএসডি

২৪ জুলাই নির্বাচন কমিশন আহূত সংলাপে জেএসডি অংশ নেবে না জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আগামী দ্বাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নেই জরুরি। কিন্তু অধীন ও অধীনস্থ থেকে নির্বাচন কমিশনের প্রস্তাবিত রোডম্যাপ ভোটাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না। রাজধানীর উত্তরায় তানিয়া রবের বাসায় বৃহস্পতিবার জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ স ম রব আরও বলেন, কর্তৃত্ববাদী দলীয় সরকার ক্ষমতায় রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। নির্বাচন কমিশনের সংলাপ পাতানো নির্বাচনের নাটক।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর