শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

টি-২০ ক্যাপ্টেন সোহান

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ ক্যাপ্টেন সোহান

বাংলাদেশের টি-২০তে মাহমুদুল্লাহ রিয়াদ যুগের সমাপ্তি। নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল রাজধানীর এক হোটেলে ক্রিকেট অপারেশন্সের এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের টি-২০ দল দেওয়া হয়েছে। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। জিম্বাবুয়ে সিরিজে টি-২০ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। এ সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সামনের টি-২০ বিশ্বকাপকে লক্ষ্য করে তারুণ্যনির্ভর একটি গল গঠন করা হয়েছে। যদিও ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সিদ্ধান্ত কেবলমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য। তিনি মিডিয়াকে বলেন, ‘নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে (গতকাল) মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরমেন্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’

আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা হওয়ার কথা। অস্ট্রেলিয়া বিশ্বকাপকে লক্ষ্য করেই টিম ম্যানেজমেন্ট তরুণদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে, টি-২০তে মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক ছিলেন। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-২০ দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছেন না। আসলে পরীক্ষা করে দেখার জন্য তাদের (তরুণদের) পাঠানো হচ্ছে।’ ১৫ সদস্যের টি-২০ দলে রয়েছেন- মুনিম শাহরিয়ার, এনামুল হক, নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর