শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা
পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সুফল

আপাতত লোডশেডিং হচ্ছে না বরিশাল মহানগরসহ ৫ জেলায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সারা দেশে বিদ্যুতের সিডিউল লোডশেডিং হলেও বরিশাল নগরীসহ বিভাগের ৫ জেলায় কোনো লোডশেডিং নেই। মাঝে মধ্যে ব্যবস্থাপনা ও বিতরণ প্রযুক্তির ত্রুটির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটলেও অল্প সময়েই সরবরাহ স্বাভাবিক করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। কর্মকর্তারা বলছেন, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ঢাকায় সরবরাহ না করায় ওই বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার হচ্ছে। যে কারণে আপাতত লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে না বরিশালবাসীকে। বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী ও বরিশাল জেলা এবং মহানগরে বিদ্যুৎ সরবরাহ করা হয় বরিশাল থেকে। ৫ জেলা ও বরিশাল মহানগরে বিদ্যুতের মোট গ্রাহক প্রায় ৩ লাখ ২৫ হাজার। এই ৫ জেলা ও মহানগরীতে পিক আওয়ারে (ব্যস্ত সময়) বিদ্যুতের চাহিদা ৮০ মেগাওয়াট এবং অফ পিকআওয়ারে চাহিদা ৬০ মেগাওয়াট। চাহিদার পুরোটাই সরবরাহ পাওয়ায় বরিশালে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম।

তিনি জানান, বরিশালে কোনো লোডশেডিং হচ্ছে না। মাঝে মধ্যে ব্যবস্থাপনা ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও অল্প সময়ে ত্রুটি মেরামত করে স্বাভাবিক করা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলেও ঢাকায় সরবরাহ না করায় আপাতত বরিশালে বিদ্যুতের ঘাটতি হচ্ছে না। তবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ঢাকায় সরবরাহ চালু হলে বরিশাল মহানগরী এবং বিভাগের ৫ জেলায় লোডশেডিং হতে পারে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর