বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফুটবলে ভারতকে হারাল বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে পল স্মলির দল।

গতকাল দুই দলই দারুণ ফুটবল খেলে। ভারত ছোটো ছোটো পাসে বল নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশকে পরাস্ত করার কৌশল নিয়ে মাঠে নামে। অন্যদিকে কাউন্টার আক্রমণ আর লং পাসে গোল করার পরিকল্পনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধ্বের ২৯তম মিনিটে কাউন্টার আক্রমণ থেকেই এগিয়ে যায় পল স্মলির শিষ্যরা। ২৯তম মিনিটে নিজেদের ডি বক্সের কাছ থেকে লং পাসে ইমরান খান বল পাঠান প্রতিপক্ষের ডি বক্সে। সেখানে ভারতীয় ডিফেন্ডাররা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। এই ফাঁকে বলের নিয়ন্ত্রণ নেন পিয়াস আহমেদ নোভা। তিনি দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। অবশ্য সমতায় ফিরতে দেরি করেনি স্বাগতিক ভারত। ৩৫তম মিনিটে ডি বক্সের ভিতর থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান ভারতের গুরকিরাত সিং। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে ফের এগিয়ে দেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তানকাধর বাংলাদেশের নাহিয়ানকে ডি বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বাংলাদেশের সামনে এখনো দুই ম্যাচ বাকি। ২৯ জুলাই মালদ্বীপ ও ২ আগস্ট নেপালের মুখোমুখি হবে যুবারা। দুই ম্যাচের একটাতে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

সর্বশেষ খবর