উজবেকিস্তানে কারখানা স্থাপন করে সার ভাগাভাগি করে নিতে একটি প্রস্তাব নিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, উজবেকিস্তান কৃষিতে উন্নত। আমরাও কৃষিতে ভালো। ওরা সার উৎপাদন করে। তাদের প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আছে। এ গ্যাস ব্যবহার করে সার উৎপাদনের একটি প্রস্তাব এসেছে। এখন কীভাবে সেখানে সার কারখানা করে দেশে সার আনা যায় আমরা তাদের এ প্রস্তাব নিয়ে কাজ করছি। গতকাল ঢাকা সফররত দেশটির উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী । পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ছাড়া তাসখন্দে ফার্মাসিটিক্যাল কারখানা করার প্রস্তাব দিয়েছে দেশটি। তাদের সব ওষুধই আমদানি করতে হয়। আমি তাদের বলেছি, বাংলাদেশের ফার্মাসিটিক্যাল সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ শিল্প এখন একটি আর্টের পর্যায়ে পৌঁছেছে। আমরা ১৭০টি দেশে ওষুধ রপ্তানি করি। সে ক্ষেত্রে উজবেকিস্তানের ভালো সাপ্লাই লাইন হয়ে কাজ করতে পারে বাংলাদেশ। এর জবাবে তারা তাদের দেশে কারখানা করার প্রস্তাব দিয়েছে। মোমেন বলেন, উজবেকিস্তান খুব উন্নমানের তুলা উৎপাদন করে। ইদানীং তারা নিজেরা এ তুলা ব্যবহার শুরু করেছে। আমি বলেছি, তোমরা বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। আমরা বেশি ব্যবহারকারী দেশ। আমরা এক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি। এর জবাবে তারা সেখানে টেক্সটাইল, স্পিনিং ও গার্মেন্ট ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, সাউথ এশিয়ায় তো আমরা কানেক্টিভিটির নেতা। তারা এখন সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার মধ্যে কানেক্টিভিটি বাড়াতে চায়। তারা আমাদের লাইন ধরে বাড়াতে চায়। কাজ করতে চায়। আমি খুব আনন্দিত। আমরা নেপাল, ভুটান, ভারত, থাইল্যান্ডের সঙ্গে একটা ভালো কানেক্টিভিটির সম্পর্ক তৈরি করেছি। কানেক্টিভিটি ইজ প্রডাক্টিভিটি ইন বাংলাদেশ। তিনি বলেন, দ্রুতই বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা বা ই-ভিসা চালু করতে যাচ্ছে উজবেকিস্তান। আজ তারা বিষয়টি জানিয়েছে। উল্লেখ্য, দুই দিনের সফরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা এসে পৌঁছান উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। দিনভর ব্যস্ত সূচি শেষে মধ্যরাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
উজবেকিস্তানে কারখানা করবে বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর