উজবেকিস্তানে কারখানা স্থাপন করে সার ভাগাভাগি করে নিতে একটি প্রস্তাব নিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, উজবেকিস্তান কৃষিতে উন্নত। আমরাও কৃষিতে ভালো। ওরা সার উৎপাদন করে। তাদের প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার আছে। এ গ্যাস ব্যবহার করে সার উৎপাদনের একটি প্রস্তাব এসেছে। এখন কীভাবে সেখানে সার কারখানা করে দেশে সার আনা যায় আমরা তাদের এ প্রস্তাব নিয়ে কাজ করছি। গতকাল ঢাকা সফররত দেশটির উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী । পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ছাড়া তাসখন্দে ফার্মাসিটিক্যাল কারখানা করার প্রস্তাব দিয়েছে দেশটি। তাদের সব ওষুধই আমদানি করতে হয়। আমি তাদের বলেছি, বাংলাদেশের ফার্মাসিটিক্যাল সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ শিল্প এখন একটি আর্টের পর্যায়ে পৌঁছেছে। আমরা ১৭০টি দেশে ওষুধ রপ্তানি করি। সে ক্ষেত্রে উজবেকিস্তানের ভালো সাপ্লাই লাইন হয়ে কাজ করতে পারে বাংলাদেশ। এর জবাবে তারা তাদের দেশে কারখানা করার প্রস্তাব দিয়েছে। মোমেন বলেন, উজবেকিস্তান খুব উন্নমানের তুলা উৎপাদন করে। ইদানীং তারা নিজেরা এ তুলা ব্যবহার শুরু করেছে। আমি বলেছি, তোমরা বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। আমরা বেশি ব্যবহারকারী দেশ। আমরা এক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি। এর জবাবে তারা সেখানে টেক্সটাইল, স্পিনিং ও গার্মেন্ট ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, সাউথ এশিয়ায় তো আমরা কানেক্টিভিটির নেতা। তারা এখন সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার মধ্যে কানেক্টিভিটি বাড়াতে চায়। তারা আমাদের লাইন ধরে বাড়াতে চায়। কাজ করতে চায়। আমি খুব আনন্দিত। আমরা নেপাল, ভুটান, ভারত, থাইল্যান্ডের সঙ্গে একটা ভালো কানেক্টিভিটির সম্পর্ক তৈরি করেছি। কানেক্টিভিটি ইজ প্রডাক্টিভিটি ইন বাংলাদেশ। তিনি বলেন, দ্রুতই বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা বা ই-ভিসা চালু করতে যাচ্ছে উজবেকিস্তান। আজ তারা বিষয়টি জানিয়েছে। উল্লেখ্য, দুই দিনের সফরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা এসে পৌঁছান উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। দিনভর ব্যস্ত সূচি শেষে মধ্যরাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
শিরোনাম
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
উজবেকিস্তানে কারখানা করবে বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর