বাংলাদেশের টি-২০ ক্রিকেটে অষ্টম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ে সফরে তিনি বাংলাদেশ টি-২০ স্কোয়াডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে। টেস্ট ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ১১ অধিনায়ক এবং ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন ১৪ ক্রিকেটার। আজ বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে নাম লেখাবেন সোহান। এর আগে টাইগারদের টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস।